রবিবার ইনস্টাগ্রামে স্বামী ড্যানিয়েও ওয়েবার এবং তিন সন্তানকে নিয়ে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন সানি। মুম্বইয়ে চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণা ভাটের বিয়ের রিসেপশনে যাওয়ার আগে পরিবারের সঙ্গে এই ছবি তুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, এই প্রথম কোনও বিয়ে বাড়িতে তাঁরা গোটা পরিবার একসঙ্গে যাচ্ছেন।
সানি লিওনের পারিবারিক ছবি
বিশ্ব জুড়ে তাঁকে নিয়ে নানা চর্চা। ভারতে এসে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। টেলিভিশন রিয়ালিটি শো থেকে বলিউডে বড় পর্দায় অভিনয়, ওটিটিতেও কাজ করেছেন। তবে সব চর্চা, বিতর্ককে কোনঠাসা করে স্বামীর হাত ধরে তিনি সুখী গৃহকোণ সামলাচ্ছেন। তিনি আর কেউ নন, অভিনেত্রী সানি লিওনের কথা বলছি।
রবিবার ইনস্টাগ্রামে স্বামী ড্যানিয়েও ওয়েবার এবং তিন সন্তানকে নিয়ে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন সানি। মুম্বইয়ে চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণা ভাটের বিয়ের রিসেপশনে যাওয়ার আগে পরিবারের সঙ্গে এই ছবি তুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, এই প্রথম কোনও বিয়ে বাড়িতে তাঁরা গোটা পরিবার একসঙ্গে যাচ্ছেন।
ছবিতে সানিকে আকাশি নীল রঙের লেহেঙ্গা পরে দেখা যাচ্ছে। কানে হিরের বড় দুল পরেছেন। ড্যানিয়েলের পরনে সিল্কের কুর্তার সঙ্গে নীল শেরওয়ানি। ছোট্ট নিশা পরেছে উজ্জ্বল হলুদ এবং গোলাপি রঙের লেহেঙ্গা। সানির দুই ছেলে নোহা এবং আশেরও একই রকেমর সবুজ কুর্তা-পাজামা পরেছে। আরও পড়ুন: সুস্মিতা আর ঐশ্বর্যর ‘লড়াই’ নিয়ে কম চর্চা হয়নি এক কালে! ঘটেছিল অনেক মজার ঘটনাও