‘এটা আমার জীবনে সবথেকে খারাপ একটা পরীক্ষা। ভেবেছিলাম, হয়ত শুধু পরিচালক আর প্রযোজক থাকবেন। গিয়ে দেখি, সহকারী পরিচালক সহ পুরো টিম সেখানে উপস্থিত। আর টিমের বেশিরভাগই মহিলা, সকলেই ওই ঘরে বসেছিলেন। অডিশন দেওয়ার সময় ভীষণই নার্ভাস ছিলাম, কারণ, যেটা নিয়ে অডিশন দিচ্ছি, সেটাতে আমি বিশেষ স্বচ্ছন্দ নই।’
সানি লিওন-অনুরাগ কাশ্যপ
পরিচালক অনুরাগ কাশ্যপের হাত ধরে এবার কান চলচ্চিত্র উৎসবে যাত্রা করেছে সানি লিওনের ‘কেনেডি’। এই একটি মাত্র ভারতীয় ছবিই এবার কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। মিডনাইট স্ক্রিনিং বিভাগের অংশ হিসাবে নির্বাচিত হয়েছে এই ছবি। যা আগামী ১৬ থেক ২৭ মে অনুষ্ঠিত হবে। সেতো নাহয় হল, তবে এই ছবির জন্য অডিশনের প্রক্রিয়া মোটেও সহজ ছিল না বলে জানিয়েছেন সানি। ছবির জন্য অডিশন দিতে গিয়ে ভীষণই ভয় পেয়ে গিয়েছিলেন, নার্ভাস ছিলেন বলে জানিয়েছেন সানি।
ঠিক কী ঘটেছিল?
সানি লিওন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘এটা আমার জীবনে সবথেকে খারাপ একটা পরীক্ষা। অডিশন দিতে যাওয়ার সময় ভেবেছিলাম, হয়ত শুধু পরিচালক আর প্রযোজক থাকবেন। গিয়ে দেখি, সহকারী পরিচালক সহ পুরো টিম সেখানে উপস্থিত। আর টিমের বেশিরভাগই মহিলা, সকলেই ওই ঘরে বসেছিলেন। অডিশন দেওয়ার সময় ভীষণই নার্ভাস ছিলাম, কারণ, যেটা নিয়ে অডিশন দিচ্ছি, সেটাতে আমি বিশেষ স্বচ্ছন্দ নই।’