‘গদর এক প্রেম কথা’র সিকুয়েল হিসেবে গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে ‘গদর ২’। এই ছবিতে আবারও তারা সিং হিসেবে ২২ বছর পর ফিরে এসেছেন সানি দেওল। সাকিনা হিসেবে আমিশা প্যাটেলকেই দেখা গিয়েছে এখানে। ছবিটি মুক্তি পাওয়ার ১ সপ্তাহের মধ্যেই এটি ২০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল। বক্স অফিসে দুরন্ত সাফল্যের পর এখন পার্টি মুডে অভিনেতা।এই ছবিতে জিতের চরিত্রে রয়েছেন পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মা। ‘গদর ২’ ছবিতে উঠে এসেছে ১৯৭১ সালের ঘটনা। পাকিস্তান তখন ‘ক্রাশ ইন্ডিয়া’ স্লোগানে সরব। তখন সেই অবস্থায় ছেলেকে পাকিস্তানি সেনার হাত থেকে তারা সিং কী করে ছাড়িয়ে আনে সেটাই দেখানো হয়েছে। এই ছবিতে ‘মে নিকলা গাড্ডি লেকে’ এবং ‘উড় যা কালে কাওয়া’ গানটি আছে।ছবি ২০০ কোটির গণ্ডি টপকাতেই পার্টি মুডে দেখা গেল সানিকে। ‘গদর ২’ -এর গোটা টিমকে নিয়ে তিনি একটি প্রাইভেট বিমানের মধ্যেই আনন্দ, হইহইতে মেতে ওঠেন। তাঁদের সিটি মারতে, হাসাহাসি করতে দেখা যায় ভিডিয়োতে। এক ব্যক্তি বলে ওঠেন, '২০০ কোটির গণ্ডি টপকে গেলেন আমরা।' তখন বিমানের সিটে বসে আনন্দে চেঁচিয়ে ওঠেন সানি।প্রসঙ্গত গত ১১ অগস্ট ‘গদর ২’ ছবিটির সঙ্গে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ‘OMG ২’। সেই ছবিটিও বক্স অফিসে ভালো সাড়া পেয়েছে। কিন্তু ‘গদর ২’ -কে কোনও ভাবেই টেক্কা দিতে পারেনি। লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই ছবির আয়। ২২ বছর পর সিকুয়েল মুক্তির পাওয়ার পর যে এমন উন্মাদনা দেখা যাবে ছবিটা নিয়ে কেউ হয়তো ভাবেননি। কিন্তু ছবি মুক্তির পাওয়ার পর দেখা গেল সমস্ত হলের সামনে লম্বা লাইন। কেউ কেউ হ্যান্ডপাম্প নিয়ে এসেছেন তো কেউ আবার হাতুড়ি। কাউকে আবার ট্রাক্টর করে সিনেমা আসতেও দেখা যায়। শো শেষ হওয়ার পর ঘর আজা পরদেশি গানে হলের মধ্যেই কোথাও কোথাও শুরু হয়ে যায় নাচ। ফলে সবটা মিলিয়েই গোটা দেশের মানুষ যে এখন ‘গদর ২’ ফিভারে আক্রান্ত সেটা বলাই যায়।