‘ধূমকেতু’ সাফল্যের মধ্যেই কলকাতা ছাড়লেন শুভশ্রী। এই মুহূর্তে তিনি রয়েছেন মুম্বইয়ে। তবে মায়ানগরীতে অতিরিক্ত বৃষ্টির কারণে আপাতত স্তব্ধ জনজীবন। বন্ধ সিনেপাড়া। তাই কার্যত বাধ্য হয়ে একাই সময় কাটাতে হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
মুম্বইয়ে এই মুহূর্তে একাই রয়েছেন অভিনেত্রী। স্বামী বা দুই সন্তান কেউ নেই সঙ্গে। তবে সময়টা ব্যস্ততার মধ্যে কেটে যাবে ভাবলেও আপাতত ঘরে বসেই সময় কাটাতে হচ্ছে শুভশ্রীকে। যদিও একা থাকলেও বৃষ্টি ভেজা দিনে তিনি নিজের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন, তবে অভিনেত্রীকে এইভাবে একা সময় কাটাতে দেখে অভিনেত্রীর বাড়ি পৌঁছে গেলেন তাঁর পরম প্রিয় বন্ধু।
আরও পড়ুন: ছেলে নিয়ে হাসপাতালে দৌড়লেন পরীমণি! অসুস্থ অভিনেত্রীও, কী হল হঠাৎ?
আরও পড়ুন: বর্ষা শেষে হতে চলেছে ভূতের আগমন, হইচই- এর পর্দায় আসছে ‘ভূততেরিকি’
সেই প্রিয় বন্ধুটি কে? শুভশ্রীর সেই বন্ধুটির নাম মৌনি রায়। মায়ানগরীতে শুভশ্রীকে একা সময় কাটাতে দেখে আর নিজেকে আটকে ধরে রাখতে পারেননি মৌনি, সোজা পৌঁছে গেছেন বন্ধুর বাড়িতে। দুজনে মিলে কাটালেন বেশ খানিকটা সময়। চলল আড্ডা, খুনসুটি।
বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘আমার বন্ধু ওয়ান অ্যান্ড অনলি মৌনি রায়।’ ছবিটি ভীষণ সুন্দর কারণ ছবির নেপথ্যে দেখতে পাওয়া যাচ্ছে গোধূলির মেঘলা আকাশ, সাথে দিগন্ত বিস্তৃত সমুদ্র। ব্যালকনিতে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায় দুই অভিনেত্রীকে।
শুভশ্রী প্রসঙ্গে
কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত ছবি ‘গৃহপ্রবেশ’, যেখানে অভিনেত্রীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। এরপরই ৯ বছরের অপেক্ষায় শেষে মুক্তি পেলে ‘ধূমকেতু’। এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে রমরমিয়ে চলছে দেব শুভশ্রীর এই ছবিটি। এই সাফল্যের মাঝেই একটি কাজের বিষয়ে মুম্বইয়ে গিয়েছিলেন অভিনেত্রী, তবে আপাতত সেই কাজ স্থগিত রয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে।
আরও পড়ুন: কবিতার পর এবার গান, ‘বকুলতলায় ভিড় জমেছে’ গানের সুরে লিপ মেলালেন ‘পরিণীতা’- র বিদ্যা
আরও পড়ুন: 'আমায় লুকিয়ে বিয়ে...', রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিতা আডবানির
মৌনি প্রসঙ্গে
বাঙালি অভিনেত্রী হলেও মুম্বাইয়ের মাটিতে নিজের মাটি শক্ত করেছেন মৌনি। ‘নাগিন’ ধারাবাহিকে অসাধারণ সাফল্যের পর তিনি ‘দেব কে দেব মহাদেব’ ধারাবাহিকে পার্বতী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। ২০২২ সালে ‘ব্রহ্মাস্ত’ ছবিতেও মৌনির অভিনয় ছিল প্রশংসার যোগ্য।