২০২৪ সালের অক্টোবর মাস, মহালয়ার ভোরবেলা, স্বামী ফিরোজকে চিরকালের জন্য হারিয়ে ফেলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। স্বামীর আচমকা মৃত্যুতে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন সুভদ্রা। স্বামীর মৃত্যুর পর থেকেই নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন তিনি। সরিয়ে ফেলেছিলেন টেলিভিশনের পর্দা থেকে।
তবে স্বামীর মৃত্যুর এক বছর পর ধীরে ধীরে ছন্দে ফিরতে চলেছেন সুভদ্রা। আবারও ছোট পর্দায় ঘুরতে চলেছেন তিনি। জি বাংলার ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
সম্প্রতি জি বাংলার ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকের যে নতুন প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, মহালয়ার শুভ লগ্নে নিজের মাকে খুঁজে পেতে চলেছে সোম। ছোটবেলা থেকেই নিজের মাকে সে খুঁজছে কিন্তু আজও মায়ের খোঁজ মেলেনি। মহালয়ার দিন যখন মন্দিরের সামনে দুস্থদের বস্ত্র বিতরণ করছে সোম, ঠিক সেই দরিদ্রদের ভিড়েই দেখতে পাওয়া যায় সোমের মাকে।
সোমের মায়ের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে সুভদ্রাকে। তবে ছেলেকে দেখেও সামনে যান না তিনি। অন্যদিকে সোম নিজের মাকে চিনতে পারে না। কিন্তু কেন ছেলের সামনে যান না মা? পেছনে লুকিয়ে রয়েছে কোন রহস্য? কোন অপরাধে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল সোমের মাকে? কেন পার্বতীর বাবাকে দেখেই চমকে যায় সোমের মা?
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
এতদিন ধারাবাহিকে দেখানো হচ্ছিল, বাবা মদ্যপ বলে বোনেদের দায়িত্ব নিজের কাজেই তুলে নেয় সোম। এর মধ্যেই সোমের বিয়ে হয়ে যায় পার্বতীর সঙ্গে। একদিকে যখন নিজের বিবাহিত জীবন নিয়ে ব্যতিব্যস্ত সোম, ঠিক তখনই আবার গল্পে সোমের মাকে এনে তৈরি করা হবে নতুন টুইস্ট। হবে অনেক রহস্যের সমাধান। তবে আপাতত আবারও সুভদ্রাকে ছোট পর্দায় দেখে ভীষণ খুশি দর্শকরা।
প্রসঙ্গত, সুভদ্রা সর্বশেষ অভিনয় করেছিলেন ‘আলোর কোলে’ ধারাবাহিকে। এছাড়াও ‘সাহেবের চিঠি’, ‘এক্কা দোক্কা’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন এই অভিনেত্রী। কাজ করেছেন বড় পর্দাতেও।
তবে গত বছর ৩০ সেপ্টেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রীর স্বামী ফিরোজ। কর্মক্ষেত্রে তিনি মুম্বইয়ে থাকতেন। স্বামীর মৃত্যু শোক কাটিয়ে আবার দর্শকদের মনোরঞ্জন করতে ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।