বাংলা নিউজ > বায়োস্কোপ > Serial Update: ‘দুই বোনের এক বর’! স্টার জলসার নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’, লিড অন্বেষা, রইল প্রোমো
পরবর্তী খবর
Serial Update: ‘দুই বোনের এক বর’! স্টার জলসার নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’, লিড অন্বেষা, রইল প্রোমো
1 মিনিটে পড়ুন Updated: 27 May 2023, 11:16 AM ISTTulika Samadder
‘আমাদের এই পথ যদি না শেষ হয়’-খ্যাত অন্বেষা হাজরার স্টার জলসায় আসার কথা শোনা যাচ্ছিল মাসখানেক ধরেই। অবশেষে সামনে এল প্রোমো। ধারাবাহিকের নাম ‘সন্ধ্যাতারা’।
আসছে সন্ধ্যাতারা সিরিয়াল স্টার জলসায়।
জি বাংলার সিরিয়াল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন অন্বেষা হাজরা। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর লম্বা বিরতি নেন মাস পাঁচেকের। আগের সিরিয়ালে থাকা ঋত্বিক মুখোপাধ্যায় কাজে ফিরলেও তাঁকে দেখা যাচ্ছিল না। ফলত বেশ চিন্তাতেই পড়েছিল অনুরাগীরা। মাঝে শোনা যায়, অন্বেষা ফিরবেন। তবে জি বাংলায় নয়, স্টার জলসায়। আর সেই খবরকে সত্যি প্রমাণ করেই সামনে এল প্রোমো। অন্বেষার নতুন ধারাবাহিকের নাম সন্ধ্যাতারা।
দুই বোনের গল্প নিয়ে সন্ধ্যাতারা। অন্বেষার নাম সন্ধ্যা। আর অমৃতা হলেন তারা। দুই বোনের খুব ভাব। বিধবা মা বড় করেছেন মেয়েদের। দেখা যাচ্ছে মেলায় চাল বিক্রি করছে মা। ক্রেতাকে বলছে, এমন চাল আর পাবে না, এ চাল আমার মেয়ে নিজে হাতে ফসল ফলিয়েছে। যার জবাবে ক্রেতা বলে, আমি যে জানতাম তোমার মেয়ে শহরের কলেজে পড়ে। তাতে মা জবাব দেয়, ওটা তো আমার ছোট মেয়ে তারা। আরও পড়ুন:আইফার ব্যাকস্টেজে ভিকি-কে ধাক্কা সলমনের নিরাপত্তারক্ষীদের, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনার বর
এরপর দেখা যায় দুই বোন সন্ধ্যা আর তারাকে একসঙ্গে। সন্ধ্যা আর তারা দুজন দুজনকে কথা দিয়েছে মেলাতে তাঁরা তাঁদের মনের মানুষের সঙ্গে পরিচয় করাবে। এইসময়ই তারার ফোনে ফোন আসে একটা। সিরিয়ালের নায়কের সঙ্গে ফোনে কথা বলে জানতে চায় ‘তুমি কোথায়?’। বোনকে নিয়ে মন্দিরে যায় সন্ধ্যা। ভগবানের কাছে প্রার্থনা করে, আমার তারাকে তুমি রাজপুত্রের মতো বর দিও। আর সেই সময়ই হলুদ পঞ্জাবি পরা নায়ক ঢোকে মন্দিরে। যার দিকে অপলকে তাকিয়ে থাকে দুই বোনই। সন্ধ্যা না তারা, কে পাবে মনের মানুষকে শেষমেশ?