
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টলিউডের অন্যতম স্পষ্টবক্তা অভিনেত্রী তিনি। নিজের মনে যেটা চলে খুব স্পষ্ট ভাবেই রাখঢাক ছাড়াই সকলের সামনে নিয়ে আসেন। কিন্তু এদিন সেই শ্রীলেখা মিত্রর পোস্ট দেখে বেশ বোঝা যাচ্ছে মন ভালো নেই তাঁর। কাদের উদ্দেশ্যে লিখলেন 'রাগ হলে কার কী এসে যায়?'
আরও পড়ুন: চ্যানেলের সঙ্গে ফেডারেশনের সংঘাতের জের! একসঙ্গে বন্ধ ৩ নতুন ধারাবাহিকের শ্যুটিং, কী নিয়ে সমস্যা?
এদিন শ্রীলেখা মিত্র তাঁর বাবা মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তাঁদের নিয়েই লেখেন, 'খুব ঘন ঘন মা বাবার স্বপ্ন দেখি, স্বপ্ন ভেঙে গেলে খুব কান্না পায়, কান্না পেলে খুব কাঁদি, কাঁদলে বালিশ ভিজে যায়, ভিজে গেলে খুব কষ্ট হয়, কষ্ট হলে খুব রাগ হয় ... রাগ হলে কার কি এসে যায়।'
প্রসঙ্গত ২০১৬ সালে প্রয়াত হন অভিনেত্রীর মা। এরপর তাঁর অনেকটা জুড়েই ছিলেন তাঁর বাবা। কিন্তু ২০২১ সালে তিনিও গত হন। বাবা, মা দুজনকে হারিয়েই অনেকটা একা হয়ে গিয়েছেন অভিনেত্রী। মাঝে মধ্যেই তাঁদের নিয়ে পোস্ট করেন। এদিনও তেমন ভাবেই এই পোস্ট করেন।
প্রসঙ্গত এই বিষয়ে তিনি এদিন এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'স্বপ্নের মধ্যে মনে হয় বাবা মা পাশেই ছিল। বাস্তব, স্বপ্ন যেন সব মিলেমিশে একাকার হয়ে যায়। মনে হয় আবার সবাইকে পেয়ে গিয়েছি। স্বপ্ন ভেঙে গেলেই খুব কষ্ট হয়। মন খারাপ হয় যখন তখন ওদের সঙ্গেই কথা বলি।'
আরও পড়ুন: কপ ইউনিভার্সের পর এবার রোহিতের ছবিতে মুখোমুখি চুলবুল পান্ডে ও সিংঘম? অজয় দেবগন বললেন...
স্বপ্নেই বাবা মাকে কাছে পান তিনি। মনে করেন তাঁরা বেঁচে আছেন এখনও। তাঁর মতে বাবা মা তাঁর কাছে শান্তির নীড় ছিল যেখানে কিছু হলে তিনি ছুটে যেতে পারতেন। ছায়া পেতেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports