সপরিবারে জন্মদিনের কেক কাটলেন ডোনা গঙ্গোপাধ্যায়। ৫০ বছরে পা রাখলেন সনামধন্য নৃত্যশিল্পী। একেবারে সাদামাটাভাবে, ঘরোয়া আনুষ্ঠানেই হয়েছিল আয়োজন। হ্যাপি বার্থ ডে গান গাইতে দেখা গেল ডোনার পরিবার, ছাত্র-ছাত্রীদের।
কেক কেটে প্রথমে তা মেয়ে সানাকে খাওয়ালেন ডোনা। সানাও কেক খাওয়ান মাকে। এরপর ডোনা কেক দেন বরের মুখে। যদিও ফিটনেসের প্রতি কড়া সৌরভ কেক নিলেন না মুখে। ভিডিয়ো তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। সকলে মিলে শুভেচ্ছাও জানালেন ডোনাকে।
পড়াশোনা শেষ করে, আপাতত লন্ডনেই চাকরি করছেন সানা। সেখানে মোটা মাইনের কাজ সৌরভ-কন্যার। খুব সম্ভবত মায়ের জন্মদিন উপলক্ষেই এসেছেন কলকাতাতে।
দেখুন সেই ভিডিয়ো-
আরেকটি ভিডিয়োতে দেখা যায় ঘর ভর্তি লোকজন। পোশাক এখানে আলাদা। বোঝাই যাচ্ছে গোটা দিনে অনেকবারই কেক কেটেছেন ডোনা। সামনে তিনটি কেক রাখা, যার মধ্যে একটি দোতলা কেক। কাস্টমাইজড একটি কেকের উপর দেখা গেল নাচের ঘুঙরু, অলংকার। ফুলের তোড়াও দেখা গেল উপহারে। সঙ্গে দুটি ভিডিয়োতেই সৌরভ-ডোনার দুই পষ্যরও দেখা মিলল।
কৈশোরে একে-অপরের প্রেমে পড়েন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়। এমনকী, গোপনে দুজনে রেজিস্ট্রিও করেছিলেন ১৯৯৬ সালের ১২ অগস্ট। এরপর সৌরভ খেলতে চলে যান লন্ডনে। এদিকে, কলকাতায় জানাজানি হয়ে যায় দুজনের বিয়ের কথা।
তবে এরপর তাঁদের সম্পর্কে সিলমোহর দেয় দুই পরিবার। ১৯৯৭ সালের ফেব্রুয়ারির মাসে সামাজিক বিয়েরও আয়োজন করা হয়। ২০২১ সালের নভেম্বর মাসে তাঁদের কোলে আসে সানা। লরেটো স্কুল থেকে ১০+২ পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য লন্ডন পাড়ি দিয়েছিলেন সৌরভ কন্যা। UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন সানা। বর্তমানে চাকরি করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ‘ইনোভারভ’-এ।