চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের নববর্ষে শুরু হয়েছিল যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের নতুন প্রযোজনা সংস্থা। হোয়াই সো সিরিয়াস ফিল্মস (Why So Serious Films)। তবে শুধু এই দুই তারকা নন, এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন বলিউডের অন্যতম বিখ্যাত পরিচালক মহেশ ভাট।
শুধু খেলার মাঠে বা অভিনয়ের মঞ্চে নয়, প্রযোজনা সংস্থাতেও একসঙ্গে জুটি বেঁধেছেন এই দুই তারকা। যেহেতু দুই তারকার প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার, তাই জোকারের প্রিয় সংলাপ ‘হোয়াই সো সিরিয়াস’ সংলাপটি মাথায় রেখেই প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে।
এবার দুর্গাপুজোয় আসতে চলেছে সৌরভ এবং যীশুর প্রযোজনা সংস্থার প্রথম কাজ। না, কোনও সিরিয়াল বা সিনেমা নয়, এমনকি সিরিজও না। এই বছরের দূর্গাপুজোর প্রথম গান নিয়ে আসতে চলেছে এই প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
যীশু এবং সৌরভের প্রযোজনা সংস্থার প্রথম গান ‘দুগ্গা মা এসেছে’ - এর প্রথম ঝলক মুক্তি পেল সমাজ মাধ্যমের পাতায়। এই গানটির অফিসিয়াল পোস্টার মুক্তি পাবে আগামীকাল অর্থাৎ ২৬ অগস্ট সকাল ১১ টায়।
তবে গানটি শোনার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে শ্রোতাদের। তবে সেই অপেক্ষা খুব একটা দীর্ঘ হবে না। পুজোর আর মাত্র ১ মাস বাকি তাই মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই এই গানটি মুক্তি পাবে।
যদিও প্রতি বছরেই দুর্গাপুজোয় নতুন কোনও না কোনও গান নিয়ে আসেন শিল্পীরা। তবে এই বছর দুই সুপরিচিত অভিনেতার প্রযোজনা সংস্থা আনতে চলেছে এই বছরের পুজোর প্রথম গান। তবে গানটি কে বা কারা গেয়েছেন সেটা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, সৌরভ দাসকে আগামী দিনে দেখতে পাওয়া যাবে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ সিনেমায়। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর। অন্যদিকে যিশু সেনগুপ্তকে দেখা যাবে কাজলের সঙ্গে। ‘ট্রায়াল সিজন ২’ সিরিজটি মুক্তি পাবে ডিজনি+ হটস্টারে।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
আগামী দিনে ‘ভূত বাংলো’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে যিশুকে। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, তাবু সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। এই সিনেমাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যিশুকে।
তবে শুধু বলিউড নয়, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে 'নিতাই'-এর চরিত্রে দেখা মিলবে তাঁর। বহু বছর পর আবার নিতাইয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি।