
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী। তিনি আজ এক নশ্বর পৃথিবীতে থাকলে তাঁর বয়স হতো ৯০। তাঁর জন্মবার্ষিকীতে তাঁর কন্যা পৌলমী জানালেন কিংবদন্তী অভিনেতা আত্মজীবনী লিখতে চেয়েছিলেন। কিন্তু সেটা শেষ পর্যন্ত করে উঠতে পারেননি। কেন?
আরও পড়ুন : সত্যি বলে সত্যি কিছু নেই এর সেটে ভয়ে ভয়ে থাকতেন সৌরসেনী! কাকে নিয়ে বললেন, '...ভুল করলেই যদি অপমান করে?'
এদিন আজকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে পৌলমী চট্টোপাধ্যায় জানান তাঁর বাবা আত্মজীবনী লেখার কথা ভাবলেও সেটা লিখে উঠতে পারেননি। এই বিষয়ে তিনি জানান, 'উনি কখনও আত্মজীবনী লেখার চেষ্টা করেননি। কারণ আত্মজীবনী লিখতে গেলে যে সত্যিগুলো লিখতে হতো তাতে অনেক মানুষ কষ্ট পেতেন। আর উনি ঠিক করেছিলেন আত্মজীবনী লিখলে সব সত্যিই লিখবেন। কোনও রাখঢাক রাখবেন না তাতে। সব সত্যি কথা লিখবেন। সেই জন্যই তিনি কখনও আর আত্মজীবনী লেখার কথা ভাবেননি।'
এদিন পৌলমী আরও জানান যে তাঁর বাবা ভীষণ কাজ পাগল ছিলেন। জন্মদিনেও কাজ নিয়েই থাকতেন। তবে ভানু বন্দ্যোপাধ্যায় তাঁদের বাড়িতে আসতেন এই দিন। রবি ঘোষ সহ অন্যান্য অভিনেতারাও আসতেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
প্রসঙ্গত ২০২০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। টলিউডে পা রাখেন সত্যজিৎ রায়ের হাত ধরে। তাঁর প্রথম ছবি ছিল অপুর সংসার। অচিরেই নিজের প্রতিভার গুণে দর্শকদের মনে জায়গা করে নেন। হয়ে ওঠেন বাঙালির সব থেকে পছন্দের ফেলুদা। উপহার দেন হীরক রাজার দেশে থেকে বসন্ত বিলাপ, ঝিন্দের বন্দি, কোনি, বেলাশেষে, বেলাশুরু সহ একাধিক হিট ছবি।
৳7,777 IPL 2025 Sports Bonus