‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবির প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন বরুণ ধাওয়ান। অভিনেতা সোমবার কিংবদন্তি গায়ক সোনু নিগমের সাথে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেই ভিডিয়োয় এই জুটি গায়কের আইকনিক ট্র্যাক বিজুরিয়ার তালে কোমর দুলিয়েছেন। আসলে এই গান নতুন আন্দাজে শোনা যাবে এই ছবিতে, আগামী ৩ তারিখ মুক্তি পাবে ছবির নতুন গান। তার আগেই সোনুর সঙ্গে বরুণের যুগলবন্দি
নব্বইয়ের দশকে বেড়ে ওঠা জেনারেশনের কাছে সোনুর এই গান একটা ইমোশন। বরুণও তাঁর ব্যতিক্রম নন। বরুণ ধাওয়ান সোনু নিগম সোনুর সাথে বিজুরিয়াকে পুনরায় তৈরি করেছেন। এই ভিডিয়োয় বরুণের উত্সাহ ছিল চোখে পড়ার মতো। গানের হুক স্টেপে ফাটিয়ে নাচলেন দুজনেই। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে বরুণ ক্যাপশনে লিখেছেন, ‘মেরা বচপন কা গানা। এই গানে আমি স্কুলে নেচেছি, আমার দাদার বিয়েতেও। এটা আমার জ্যাম। ৩ সেপ্টেম্বর (আমার ছোটবেলার গান) গান। সোনুর পালটা জবাব, আমারও ছোটবেলারই গান, আজও চিরনতুন রয়েছে। ভালো হাতে পড়েছে গানটা। ধন্যবাদ বরুণ, করণ, জাহ্নবী, আজিম দায়ানি, তানিষ্ক বাগচি, রবি পাওয়ার, প্রয়াত অজয় জিংগ্রাম এবং তরুণ পাওয়ারকে’।
নব্বইয়ের গান নতুন করে বলিউড ছবিতে ফিরে আসছে বারবার। এই তালিকায় শুধু ছবির গানই নয়, বাদ যাচ্ছে না ইন্ডি-পপও। বিজুরিয়া গানটি সোনুর ব্যক্তিগত অ্যালবামের অন্যতম জনপ্রিয় গান। তবে এই গানের রি-ক্রিয়েশন শুনে ভক্তদের কী রি-অ্যাকশন হবে তা অজানা। বরুণ-সোনুর যুগলবন্দি দেখে অবশ্য ভক্তদের মত, সোনুর সামনে নতিস্বীকার করেছেন বরুণ। এক ভক্ত লেখেন, 'আমি দুঃখিত ভিডি, কিন্তু সোনু স্যার এখানে শো চুরি করেছেন!' ' আরেক ভক্ত লিখেছেন, ‘ওজি পারফর্মার সোনু নিগম স্যার’।
সানি সংস্কারী কি তুলসী কুমারী পরিচালনার দায়িত্বে রয়েছেন শশাঙ্ক খৈতান। ছবিতে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন রোহিত সরফ, সানিয়া মালহোত্রা এবং মনীশ পল। এই সিনেমাটি ২রা অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।