সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনালি বেন্দ্রে জানান, নিউ ইয়র্কে ক্যানসারের চিকিৎসা চলাকালীন সলমন খান তাঁর সঙ্গে দেখা করতে দু'বার নিউ ইয়র্কে গিয়েছিলেন। ভাইজান অভিনত্রীকে সেসময় যতটা সম্ভব সহায়তা করেছিলেন এবং পরিবারের জন্য তিনি একজন সহায়ক হয়ে উঠেছিলেন।
Ad
অসুস্থ সোনালীকে দেখতে গিয়েছিলেন সলমন
সুরজ বরজাতিয়া পরিচালিত ১৯৯৯ সালের ফ্যামিলি ড্রামার সিনেমা 'হাম সাথ সাথ হ্যায়'-এ একসঙ্গে দেখা গিয়েছিল সলমন খান ও সোনালি বেন্দ্রেকে। এই জুটিকে বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। তবে শোনা যায় এই ছবির শুটিং চলাকালীন দাবাং অভিনেতার আচরণে নাকি বেশ বিরক্ত হয়েছিলেন অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে সঙ্গে সলমনকে আলাদা করে চেনার সুযোগ পান তিনি। একবার সোনালি তাঁর এক সাক্ষাৎকারে বলেছিলেন যে সলমনকে পছন্দ করা কঠিন। কারণ তিনি গোটা বিশ্বকে নিজের চরিত্রের কঠিন দিকটিই দেখিয়ে দেন। কিন্তু ভিতরে আদপে তিনি একজন চমৎকার মানুষ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমনকে নিয়ে ফের মুখ খুলেছেন সোনালি। জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসার সময় সলমন কীভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তিনি দুবার নিউইয়র্ক গিয়েছিলেন শুধু তাঁর সঙ্গে দেখা করতে। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনালি জানান, সলমনের মধ্যে একটা দয়ালু মানুষও রয়েছে। ক্যানসারের চিকিৎসার সময় সলমন দু'বার নিউইয়র্কে গিয়েছিলেন। সেখানে ডাক্তারের সম্পর্কেও নানান কথা জিগ্গেস করতেন, খবরা খবর নিতেন। সঠিক চিকিৎসকের পরামর্শও দিয়েছেন তাঁকে।
এখানেই শেষ নয়, সোনালি জানান, এরপরও সল্লু তাঁর স্বামী গোল্ডি বেহলকে ফোন করে অভিনেত্রীর কুশল জানতে চাইতেন। সলমন যখন জানতে পারেন চিকিৎসা ঠিকঠাক চলছে এবং সোনালি সুস্থ হয়ে উঠছেন, তখন তিনি অবশেষে শান্ত হয়েছিলেন। কঠিন সময় সোনালি পরিবারের এক গুরুত্বপূর্ণ বর্ষীয়ান সদস্যের মতোই কাজ করেছিলেনসলমন।