
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। আগামী ২৩ জুন তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন। তার আগেই এই হবু তারকা দম্পতির বিয়ের বিষয়ে আরও একাধিক তথ্য প্রকাশ্যে এল। কী কী জানা গেল সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ে নিয়ে?
সোনাক্ষী সিনহার বাবা তথা বিখ্যাত অভিনেতা এবং এমপি শত্রুঘ্ন সিনহার এক ঘনিষ্ট বন্ধু শশী রঞ্জন ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'ও (সোনাক্ষী সিনহা) যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চলেছে। সকলেই অংশ নিচ্ছে, শত্রুঘ্নর ভাই আসছে আমেরিকা থেকে। ওদের বিয়ের রেজিস্ট্রি জাহির ইকবালের বাড়িতে অনুষ্ঠিত হবে। এটা আমাদের সবার জন্য দারুণ আনন্দের একটা মুহূর্ত।'
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ের তোড়জোড়। দুটো পরিবারের তরফে এই বিয়েতে সমান ভাবে যোগ দেওয়া হয়েছে। মুম্বইয়ের জুহুতে শত্রুঘ্ন সিনহার যে বিখ্যাত বাড়িটি আছে অর্থাৎ রামায়ণ সেটা ইতিমধ্যেই আলোর মালায় সেজে উঠেছে।
ইতিমধ্যেই সোনাক্ষী এবং জাহিরের মেহেন্দি অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সেই ছবি প্রকাশ্যে এসেছে। লাল এবং খয়েরি রঙের পোশাক পরেছিলেন এদিন সোনাক্ষী। অন্যদিকে জাহিরের পরনে ছিল কুর্তা এবং প্যান্ট স্যুট।
আরও পড়ুন: পুজোর পর বড়দিনেও মুখোমুখি দেব-সৃজিত-শিবপ্রসাদ! ২০২৪ কবে কখন আর কোন বিগ বাজেট ছবি আসছে ঝটপট জানুন
জুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি সোনাক্ষী সিনহার অন্য ধর্মে বিয়ের প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, 'আগে বলুন এটা কার জীবন? এটা আমার একমাত্র মেয়ে সোনাক্ষীর জীবন। আমি ওকে নিয়ে খুব গর্ব করি। ভালোবাসি। ও আমায় ওর জীবনের খুঁটি বলে মনে করে। কেন থাকব না বলুন তো? আমি ওর বিয়েতে থাকব। আমি ওর রক্ষাকবচ হয়ে সব সময় থাকব। সোনাক্ষী আর জাহিরকে পাশাপাশি খুব সুন্দর মানায়।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports