টলিউডের অন্দরে জোর গুঞ্জন শোলাঙ্কি রায় এবং সোহম মজুমদার নাকি চুপিচুপি প্রেম করছেন। তাঁরা যে একে অন্যের ভীষণই ভালো বন্ধু সকলেই সেই কথা জানেন। তবে নিন্দুকদের দাবি অনুযায়ী সেই সম্পর্ক আরও গভীর। তাঁদের নানা সময় নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। এই তো কিছুদিন আগেই মুম্বইতে অতি উত্তম ছবির বিশেষ স্ক্রিনিংয়েও পাশাপাশি দেখা যায় এই দুই তারকাকে। এমনকি তাঁরা মাঝে মধ্যেই একই জায়গা থেকে ছবি পোস্ট করেন তবে অবশ্যই আলাদা আলাদা, আর সেসব দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন তাঁদের অনুরাগীরা। এবার নিজেদের সম্পর্ক নিয়ে কী বললেন শোলাঙ্কি?
আরও পড়ুন: বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই প্রিয়জনকে হারালেন কৌশাম্বি, কার জন্য লিখলেন, 'আমায় এবার কে বুঝবে...'?
সোহমের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন শোলাঙ্কি?
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এবং সোহমের সম্পর্ক নিয়ে যখন কথা বলার হবে তখন তিনি অবশ্যই বলবেন। তবে আপাতত 'আমাদের বন্ধুত্ব আছে, আর ভীষণ ভালো বন্ধুত্ব আছে' বলেই জানান অভিনেত্রী।
এদিন একই সঙ্গে শোলাঙ্কি জানান, 'ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়। আমরা বেশ অনেক কাছের বন্ধু বান্ধব এই একই পেশার। আসল সঠিক মানুষকে বাছতে হয়। সবাই বন্ধু হয় না। সবার বন্ধু হওয়ার প্রয়োজনও হয় না।'
আরও পড়ুন: দেশজুড়ে ২০টির বেশি বাড়ি, ফের ১০ কোটি দিয়ে নয়া ফ্ল্যাট কিনলেন আমির! কেমন দেখতে সেই বাড়ি?
শোলাঙ্কি রায়ের নতুন প্রজেক্ট
শোলাঙ্কি রায়কে বর্তমানে হইচইয়ের নতুন সিরিজ বোকা বাক্সতে বন্দি সিরিজে দেখা যাচ্ছে। সেখানে এক সিরিয়ালের নায়িকার গল্পই উঠে এসেছে। দেবালয় ভট্টাচার্যর এই সিরিজে তাঁর সঙ্গে আছেন নীল ভট্টাচার্য, সৌম্য বন্দ্যোপাধ্যায়।