সিমি গারেওয়ালের সঙ্গে বলিউডের বহু তারকারই বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। প্রবীণ অভিনেতা সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের সমালোচনা করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে অমিতাভ বচ্চন তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে নিলে লাফালাফি করেন, আর উপেক্ষা করেন বহুরানি ঐশ্বর্য রাইকে। কিছু না জেনেই বচ্চন পরিবার সম্পর্কে মন্তব্য করায় ভিডিয়োটির সমালোচনা করেন সিমি গরেওয়াল।
অমিতাভ বচ্চন পারিবারিক কলহ নিয়ে কটাক্ষ
ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে, জাগ্রুক জনতা নামে এক সঞ্চালক অমিতাভের সমালোচনা করেছেন যে, তিনি ঐশ্বরিয়ার সঙ্গে কোনো ছবি পোস্ট করেন না। যেখানে তিনি তাঁর নিজের দুই সন্তানের যে কোনো কৃতিত্ব উদযাপন করে সোশ্যাল মিডিয়াতে এসে।
আরও পড়ুন:
ভিডিয়োতে বলতে শোনা যায়, ‘বচ্চন সাহেব নিজের মেয়ের সঙ্গে ছবি দেয়, ছেলের সঙ্গে পুরনো ছবি দেয়। এরই মধ্যে যখন ঐশ্বর্য রাইকে অ্যাওয়ার্ড দেওয় হয়, তখন একেবারে চুপ থাকে। গোটা পরিবারের তরফ থেকে এই নিয়ে একটাও পোস্ট আসে না।’
তিনি আরও দাবি করেন, একজন নারীর জীবন বদলে যায়, যখন সে সুন্দরী ও শিক্ষিত হওয়া সত্ত্বেও পুত্রবধূ হয়ে যায়'। মনে হয় ভিডিয়ো নির্মাতা আসাও করেননি, তাতে মন্তব্য করবেন খোদ সিমি গরেওয়াল। যিনি লিখেছেন, ‘আপনারা কিছু জানেন না। তাই এসববন্ধ করুন।’

বিগত কয়েকমাস ধরেই বচ্চন পরিবার ক্রমাগত আলোচনায়। যার কারণই হল একপক্ষের দাবি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের মধ্যে দূরত্ব এসেছে। বহুদিন আর একসঙ্গে দেখা যায় না এই দম্পতিকে। এমনকী, এপ্রিলে ঐশ্বর্য তো মেয়ে আরাধ্যাকে নিয়ে একা-একাই ছুটি কাটিয়ে এলেন।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পুরস্কার SIIMA নিতে যখন পৌঁছন ঐশ্বর্য, য়থন দেখা যায় আঙুলে থাকাবিয়ের আংটি খুলে ফেলেছেন। এরপর অবশ্য যখন প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে হাঁটলেন 'লরিয়েল' সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে, তখন হাতে উঠেছে ফের সেই আংটিখানা। অভিনেত্রীর ডান হাতের অনামিকায় চকচক করছে সেটি।
সিমি গারেওয়ালের কেরিয়ার
রাজ কাপুরের মেরা নাম জোকার দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। 'সিদ্ধার্থ', 'কাভি কভি', 'কর্জ'-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। তিনি সিমি গারেওয়াল সর্বাধিক পরিচিতি পান রেন্ডেভু নামে তার নিজস্ব শোও হোস্ট করে, যেখানে তারকা-সহ সর্বস্তরের মানুষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন।