Sidharth-Kiara Reception Update: পুরোনো তিক্ততা ভুলে প্রাক্তন প্রেমিকের বিয়ের দাওয়াত-এ হাজির আলিয়া ভাট। তবে সঙ্গে দেখা মিলল না স্বামী রণবীর কাপুররে।
এক ছাদের তলায় দুই প্রাক্তন
আগেই জানিয়েছিলাম সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের গ্র্যান্ড রিসেপশনে আমন্ত্রণ পেয়েছেন আলিয়া-রণবীর। প্রাক্তন প্রেমিকাকে ব্যক্তিগতভাবে নেমন্তন্ন করেছিলেন করণের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। পুরোনো সম্পর্কের তিক্ততা নয়, বন্ধুত্বকে সম্মান জানিয়ে এদিন সিদ্ধার্থ-কিয়ারাকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে হাজির আলিয়া।
এদিন রুপোলি রঙা সিকুইন শাড়ি আর স্লিভলেস ব্লাউজে ধরা দিলেন আলিয়া। সঙ্গে ন্যুড মেকআপ আর খোলা চুলে মোহময়ী আলিয়া। কিন্তু স্বামী রণবীর নয়, এদিন আলিয়ার সঙ্গী অন্য পুরুষ! হ্যাঁ, প্রাক্তন প্রেমিকের বিয়ের দাওয়াত-এ বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের হাত ধরে হাজির আলিয়া ভাট।
শুধু আলিয়াই নয়, এদিনের অনুষ্ঠানে হাজির অভিনেত্রীর শাশুড়ি মা নীতু কাপুরও। তবে বরপক্ষ নয়, কনেপক্ষের তরফে হাজির নীতু। ‘যুগযুগ জিও’ ছবিতে কিয়ারার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন কিয়ারা, সেই সূত্রেই দারুণ বন্ডিং দুজনের। শাশুড়ি-বউমাতে মিলেও এদিন জমিয়ে পোজ দিলেন। সবুজ-হলুদ-লাল মাল্টি কালার সালোয়ার স্যুটে এদিন ধরা দিলেন নীতু কাপুর।
অয়নের সঙ্গে আলিয়া
বিয়েতে সাবেকি সাজে নজর কাড়ার পর এদিন একদম পশ্চিমী পোশাকে ধরা দিলেন নবদম্পতি। কালো-সাদা মিশেলে রাজকীয় লুকে সিদ্ধার্থ-কিয়ারা। কালো স্যুট পরে এলেন ‘শেরশাহ’ সিদ্ধার্থ। তাঁর সঙ্গে ম্যাচিং করেই সাদা-কালো গাউনে পঞ্জাবি পরিবারের বহুরানি কিয়ারা। বিয়ের মতো রিসেপশনেও পান্না খচিত গয়নাই পরেছেন অভিনেত্রী। সাদা ফুলে সাজানো হোটেলের লবি। তার মাঝে লেখা সিদ্ধার্থ-কিয়ারার নামের আদ্যক্ষর S এবং K। সেই ডেকোরেশনের সামনেই দাঁড়িয়ে পোজ দিলেন জুটি।