Sidharth-Kiara: কিয়ারার কপালে আলতো করে একটি চুমু দিচ্ছেন সিদ্ধার্থ। এমনকি স্ত্রী কিয়ারাকে পিছন থেকে জড়িয়ে রয়েছেন অভিনেতা। সিড-কিয়ারার রিসেপশন থেকে একাধিক নতুন ছবি প্রকাশ্যে এনেছেন তাঁদের বন্ধু এবং ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রা-
কিয়ারার কপালে আলতো চুমু সিদ্ধার্থের
মুম্বইয়ের সাত-তারা হোটেলে বসেছিল সিদ্ধার্থ-কিয়ারার গ্র্যান্ড রিসেপশন পার্টি। বিয়েতে সাবেকি সাজে নজর কাড়ার পর এদিন একদম পশ্চিমী পোশাকে ধরা দিয়েছেন নবদম্পতি। গত ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় দূর্গে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। এবারহ সিদ্ধার্থ-কিয়ারার মুম্বই রিসেপশন থেকে একটি সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাঁদের বন্ধু এবং ডিজাইনার মণীশ মালহোত্রা।