২ বছর পর আবার জি বাংলার ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরে এসেছেন অভিনেত্রী শ্রুতি দাস। খুব সম্প্রতি শ্রুতির উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছিলেন স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার। স্ত্রীর পাশে থাকার বার্তা দিয়ে শ্রুতিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন স্বর্ণেন্দু।
স্বর্ণেন্দু শ্রুতির থেকে বয়সে বেশ খানিকটা বড় বলে বিয়ের সময় উপহাসের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। যদিও সবকিছুকে পেছনে ফেলে দিয়ে স্বামীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন শ্রুতি। পাশাপাশি চলছে কাজ।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
এবার স্বর্ণেন্দুর জন্মদিনে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিলেন শ্রুতি। স্বামীর জন্মদিনে তাঁকে জড়িয়ে ধরে ফটো পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন স্বামী। আমি তোমার মতো প্রিয় বন্ধুকে সত্যিই ভাগ্যবতী। তুমি আমার বয়ফ্রেন্ড, আমার পার্টনার ইন ক্রাইম, আমার মেন্টর, আমার গাইড। আমি তোমাকে এই পৃথিবীতে সবার থেকে বেশি ভালোবাসি।’
শ্রুতি আরও লেখেন, ‘ঈশ্বর তোমার সহায় হোক। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি তোমার সঙ্গে রয়েছি। শুভ জন্মদিন। অনেক অনেক ভালোবাসা।’ শ্রুতির এই পোস্টে বহু অনুরাগী এবং বন্ধু-পরিজনরা স্বর্ণেন্দুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ছবিটি মূলত একটি সমুদ্র সৈকতে তোলা। ছবিতে স্বর্ণেন্দুকে একটি হলুদ রঙের গেঞ্জি পরে ছবি তুলতে দেখা যায়। স্বামীর পাশে একটি কালো এবং বেগুনি রঙের পোশাকে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে।
প্রসঙ্গত, স্বর্ণেন্দুর হাত ধরেই শ্রুতির প্রথম অভিনয় জগতে আসা। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। এরপর ওয়েব সিরিজ থেকে বড় পর্দা, সর্বত্র নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেন তিনি।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
‘ডাইনি’ সিরিজে শ্রুতির অভিনয় যেমন নজর কেড়েছিল সকলের, তেমন অন্যদিকে খুব সম্প্রতি ‘আমার বস’ সিনেমাতেও বেশি অন্যরকম চরিত্রে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। খুব সম্প্রতি আরাত্রিকা মাইতির সঙ্গে জুটি বেঁধে ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রুতি দাসকে।