দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন ফুলকি ধারাবাহিকের শালিনী ওরফে শার্লি মোদক। আর দিদির মঞ্চে এসে জানালেন তাঁর ডিপ্রেশনের কথা। অবসাদের সঙ্গে কীভাবে মোকাবিলা করেছেন সবটাই ভাগ করে নিলেন।
দিদি নম্বর ওয়ানে শার্লি
দিদি নম্বর ওয়ানে এদিন কুয়াশা বিশ্বাস, খেয়ালি মণ্ডল, স্বীকৃতি মজুমদার এসেছিলেন। তাঁদের সঙ্গেই ছিলেন শার্লি। অর্থাৎ এখন যাঁকে ফুলকি ধারাবাহিকে শালিনীর চরিত্রে দেখা যাচ্ছে। এখানে এসেই তিনি তাঁর চরিত্রের কথা বলেন। জানান, ' এই প্রথমবার নেতিবাচক চরিত্রে কাজ করলাম। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সারাক্ষণ একটা মিষ্টি মেয়ে ফুলকির ক্ষতি চাইছি। এমনকি আমার প্রাক্তন স্বামীরও ক্ষতি চাইছি। কী আশ্চর্যের ব্যাপার তাই নাম? আসলে চরিত্রটাই এমন যে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। তবে যাই হোক চরিত্রটা এতটা চ্যালেঞ্জিং যে আমার করতে দারুণ লাগছে।'
আরও পড়ুন: ছোট্ট ‘পোস্ত’ এবার মস্ত 'দাবাড়ু'! প্রকাশ্যে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের ঝলক
আরও পড়ুন: কম্বলের নিচে শ্রীময়ী, 'কচি বউ'কে ঘুম পাড়াতে কী করলেন কাঞ্চন? ফাঁস ভিডিয়ো
লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পর আবার এখন ফুলকি ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। মাঝের এই এক বছর সময়টাকে তিনি কীভাবে ব্যবহার করলেন? এই বিষয়ে তিনি জানান, 'আমি গত কয়েক বছর কাজকেই সব কিছু মনে করেছিলাম পরিবারকে সময় দিইনি। এবার সেটা দিয়েছি। জলপাইগুড়িতে আমার বাড়ি। সেখানে গিয়েছিলাম। মা বাবার সঙ্গে সময় কাটিয়েছি। নিজেকে সময় দিয়েছি।'
অবসাদে ভুগছিলেন শার্লি?
বিনোদন জগতটাই এমন যেখানে কখনও কাজ থাকে, কখনও কাজ থাকে না। কিন্তু এই কাজ না থাকার সময়টা তিনি কীভাবে কাটান? শার্লি জানান প্রথম দিকে কাজ না থাকলেই তিনি অবসাদে ভুগতে থাকতেন। হতাশায় ডুবে যেতেন। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, 'দ্বিতীয় কাজের পর খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। অনেক সময় বাড়িতে বসে ছিলাম। নিরাপত্তাহীনতায় ভুগতাম। তখন নিজেকে বোঝানো কাউন্সেলিং করানো খুব চাপের হতো।'
আরও পড়ুন: রাজনীতিতে আসার নেপথ্যে স্রেফ জনসেবা, দাবি রচনার! বললেন, 'এতদিন অনেক পেয়েছি, এবার...'
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।