সিনেমা জগতের সুপরিচিত পরিচালক মহেশ ভাট। মহেশ কন্যা আলিয়া, জামাই রণবীর সকলেই বলিউডের বড় মাপের তারকা। তবে আলিয়ার দিদি শাহিন কিন্তু একদম অন্যরকম। বলি পাড়ার সঙ্গে তেমন সম্পর্কই নেই তাঁর। তবে আজকের এই প্রতিবেদন কিন্তু শাহিনকে নিয়েই।
একটা সময় ডিপ্রেশনে চলে গিয়েছিলেন আলিয়ার দিদি শাহিন ভাট। পরিস্থিতি হয়ে গিয়েছিল ভীষণ খারাপ। বড় মেয়েকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় থাকতেন বাবা-মা। কিন্তু সেই খারাপ পরিস্থিতিতেও সব সময় দিদিকে আগলে রাখতেন আলিয়া। এবার সেই আলিয়াকে ছেড়েই দূরে চলে গেছেন শাহিন।
আরও পড়ুন: 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উদযাপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
বোনকে ছেড়ে এবার বিদেশে পাড়ি দিয়েছেন শাহিন। যদিও কাজের ক্ষেত্রে নয়, এবার মনের মানুষের সঙ্গেই বিদেশ গিয়েছেন তিনি। মহেশ কন্যার সেই মনের মানুষ কিন্তু অভিনয় জগতের কেউ নন। তাঁর নাম রোহন মেহরা।
এতদিন নিজের সম্পর্কের কথা লুকিয়ে রেখেছিলেন শাহিন, তবে এবার আর লুকোচুরি নয়। প্রেমিকের জন্মদিনেই নিজের প্রেমের কথা সকলের সামনে নিয়ে এলেন আলিয়ার দিদি। গতবছরের শেষের দিকে পরিবারের সকলের সঙ্গে তাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন শাহিন, সেখানেই রোহনের এক ঝলক দেখা গিয়েছিল।
মহেশ কন্যার প্রেম নিয়ে জল্পনা কল্পনা চলছিল বেশ কয়েক মাস ধরেই, তবে এবার সব কিছুর অবসান ঘটিয়ে নিজেই নিজের প্রেমিকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শাহিন। রোহন আন্তর্জাতিক মানের সাঁতারু, একজন শরীরচর্চা প্রশিক্ষকও বটে। নামিদামি তারকাদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ?
এখানে পরিস্থিতিতে প্রেমিকের জন্মদিন উপলক্ষেই নাকি লন্ডনে ছুটি কাটাচ্ছেন শাহিন। বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবিও তিনি ভাগ করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ছবিতে কখনও প্রেমিকের কাঁধে মাথা রেখে, কখনও আবার একসঙ্গে গাছের তলায় শুয়ে ছবি তুলেছেন প্রেমিক-প্রেমিকা। ছবি পোস্ট করে শাহিন ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন সানশাইন।’
শাহিনের প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছাবার্তা লেখার সঙ্গে অনেকে আলিয়ার লেখার স্টাইলের মিল খুঁজে পেয়েছেন। রোহনকে শুভেচ্ছাবার্তা জানাতে দেখা যায় আলিয়া এবং সোনি রাজদানকে। জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন আলিয়ার শাশুড়ি নিতু কাপুরও।
অনন্যা পান্ডে লাল হৃদয়ের ইমোজি পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বন্ধুর প্রেমিককে। তবে রোহনকে এখন শাহিনের প্রেমিকই বলা ভালো, কারণ অদূর ভবিষ্যতে আপাতত বিয়ে করার কোনও পরিকল্পনা নেই শাহিনের।