Hindustan Times
Bangla

2025 আইপিএলে সব থেকে বয়স্ক ক্রিকেটার হিসেবে খেলছেন মহেন্দ্র সিং ধোনি

কিন্তু আইপিএলে বয়স্ক ক্রিকেটারের সংখ্যা কোন দলে বেশি সেটা জানেন?

IPL 2025-এ প্রথম দশ বয়স্ক ক্রিকেটারের মধ্যে চারজন রয়েছে কোন দলে জানেন?

কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন এবারের আইপিএলের প্রথম দশ বয়স্ক ক্রিকেটারের মধ্যে চারজন

অজিঙ্কা রাহান ৩৬ বছর ২১৯ দিন, সুনীল নারিন ৩৬ বছর ৩৩০ দিন বয়সে কেকেআরে খেলছেন

৩৬ বছর ৩৫৭ দিন বয়স আন্দ্রে রাসেলের, মইন আলির বয়স ৩৭ বছর ৩০৭ দিন

অর্থাৎ বুড়ো ক্রিকেটারদের নিয়ে খেলে আইপিএলে কেকেআর এবারে চমক দেখাতে পারবে কিনা, সেদিকে নজর থাকবে