ডাঙ্কির টিজার প্রকাশ্যে এসেছিল শাহরুখ খানের জন্মদিনে দিন। বুধবার এল প্রথম গান 'লুট পুট গয়া'। আর সেখানেই শাহরুখের নাচ চর্চায়। কীভাবে পেলেন এত এনার্জি?
হিট ডাঙ্কির লুট পুট গ্যয়া।
সেভাবে বক্স অফিসে খেল দেখাতে পারেননি সলমন খান। ফ্লপ না হলেও, ৩০০ কোটির ঘরে আদৌ যেতে পারবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কিন্তু বছর শেষে আরও একটা ৫০০ কোটির অপেক্ষায় আছে বলিউড। আর তা আসতে পারে শাহরুখ খানের হাত ধরেই। ২২ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় ডাঙ্কি।
ডাঙ্কির টিজার প্রকাশ্যে এসেছিল শাহরুখ খানের জন্মদিনে দিন। আর বুধবার প্রকাশ্যে এল ছবির প্রথম গান 'লুট পুট গয়া'। যাতে শাহরুখকে রোম্যান্স করতে দেখা গেল তাঁর অনস্ক্রিন লেডি লাভ তাপসী পান্নুর সঙ্গে। পর্দায় শাহরুখ খান, কণ্ঠে অরিজিৎ সিং। এর আগেও হিট হয়েছে এই কম্বো। জওয়ান আর পাঠানে, শাহরুখের লিপে গেয়েছেন বাংলার ছেলে। আর আপাতত কিং খানের জন্য তিনি লাকিও প্রমাণিত হয়েছেন। প্রীতমের সঙ্গীত পরিচালনায় এই গানটি লিখেছেন স্বানন্দ কিরকিরে ও আইপি সিংহ।
'লুট পুট গয়া'-তে শাহরুখের নাচ দেখে তো ভক্তদের চোখ ছানাবড়া। ৫৮ বছরে এসেও কীভাবে পান এত এনার্জি তা জানিয়েছেন কিং খান নিজের মুখেই। বুধবার রাতে ছোট্ট করে একটা Ask SRK সেশনের আয়োজন করেছিলেন অভিনেতা।
নিজের এনার্জির গোপন রহস্য ফাঁস করে শাহরুখ সামাজিক মাধ্যম এক্স (আগের টুইটার)-এ লিখলেন, ‘আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে। এই গানে আমি ওর এনার্জি আর সারল্য তুলে ধরার চেষ্টা করেছি।’