বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Global Box Office Collection: বক্স অফিসের কিং ‘জওয়ান’! রেকর্ড গড়ে বিশ্বজুড়ে ১১০০ কোটির বেশি আয় শাহরুখের ছবির
পরবর্তী খবর
Jawan Global Box Office Collection: বক্স অফিসের কিং ‘জওয়ান’! রেকর্ড গড়ে বিশ্বজুড়ে ১১০০ কোটির বেশি আয় শাহরুখের ছবির
1 মিনিটে পড়ুন Updated: 07 Oct 2023, 04:41 PM ISTSubhasmita Kanji
Jawan Global Box Office Collection: দুর্দমনীয় ‘জওয়ান’! গ্লোবাল বক্স অফিসে এখনও দাপট দেখাচ্ছে শাহরুখের ছবি। বিশ্ব জুড়ে মোট কত আয় করল?
রেকর্ড গড়ে বিশ্বজুড়ে ১১০০ কোটির বেশি আয় শাহরুখের ছবির
ফুরিয়েও যেন ফুরাচ্ছে না জওয়ানের অদম্য দৌড়! ভারতীয় বক্স অফিসে টুকটুক করে অনেকটাই কমে গিয়েছে জওয়ানের আয়। তবুও গ্লোবাল বক্স অফিসে কিন্তু আবারও নজির গড়ল শাহরুখ খানের ছবি। টপকে গেল ১১০০ কোটি। আপাতত ছবিটা রেকর্ড গড়ে বিশ্বজুড়ে মোট ১১০৩.২৭ কোটি টাকা আয় করেছে। এমনটাই ছবি নির্মাতাদের তরফে জানানো হয়েছে।
শুক্রবার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এক্সে জওয়ান বিশ্বজুড়ে মোট কত আয় করেছে সেই হিসেব পোস্ট করেছে। সেখানেই তাঁরা জানিয়েছেন যে 'জওয়ান প্রতিদিন বক্স অফিসে রেকর্ড ভাঙছে এবং গড়ছে।'
বিশ্বজুড়ে জওয়ানের মোট আয়
অ্যাটলি পরিচালিত এই ছবিটি ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে। সবে মাত্র ১ মাস কেটেছে এই ছবি মুক্তির। এর মধ্যেই এটি গোটা পৃথিবী জুড়ে ১১০৩.২৭ কোটি টাকা আয় করে ফেলল। জওয়ান হিন্দি, তামিল, তেলুগু, মানে তিনটি ভাষায় মুক্তি পেয়েছে। ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে জওয়ান প্রথম হিন্দি ছবি যা ভারতীয় ছবির ইতিহাসে প্রথমবার গ্লোবাল বক্স অফিসে ১১০০ কোটির গণ্ডি টপকাল। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন ভারতে ছবিটি মোট ৭৩৩.৩৭ কোটি এবং দেশের বাইরে ৩৬৯.৯০ কোটি টাকা আয় করেছে।
হিন্দি বলয়ে এই ছবি ৫৭০.০৩ কোটি টাকা আয় করেছে বলেই জানানো হয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে। ভারতীয় বক্স অফিসে আয় কমলেও এখনও ভালোই ব্যবসা করছে এই ছবি, এমনটাই মত জওয়ান নির্মাতাদের।