২০২৫ সালের মেট গালায় অভিষেক হল শাহরুখ খানের। ৫৯ বছর বয়সে এসে কেবল মাত্র সন্তানদের কথা শুনে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। তাঁকে সাজিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়। এদিন কিং খান তাঁর মেট গালা লুকের দুটি ছবি ভাগ করে লেখেন একটি আবেগঘন বার্তা। সেখানে কাকে ধন্যবাদ জানালেন?
কী ঘটেছে?
এদিন সমাজ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে মেট গালা লুকের দুটি ছবি ভাগ করে নেন শাহরুখ খান। তাঁকে রাজদণ্ড হাতে বিভিন্ন কায়দায় ছবি তুলে পোস্ট করতে দেখা যায়। সঙ্গে তিনি এই পোস্টে ধন্যবাদ জানান বন্ধু এবং ভারত তথা বিশ্বের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়কে।
শাহরুখ খান এদিন তাঁর এই পোস্টে লেখেন, ' ধন্যবাদ সব্যসাচী এবং তোমার গোটা টিমকে যাঁরা মেট গালায় আমার অভিষেক ঘটালে। এটা আমার জায়গা নয়। কিন্তু তুমি আমায় এত কমফোর্টেবল করে দিয়েছিল... কারণ তুমি আমায় পছন্দ করো, বিশ্বাস করো স্টাইল এবং ফ্যাশন হল সেটাই যেখানে নিজের নিজস্বতাকে তুলে ধরা হয়। আর আপনারা সবাই আমাকে K এর মতোই অনুভব করিয়েছেন।'
আরও পড়ুন: ৫৪-র দোরগোড়ায় দাঁড়িয়ে করেন তৃতীয় বিয়ে, রয়েছে রাজনৈতিক যোগ-ও! চিনতে পারছেন অভিনেতাকে?
আরও পড়ুন: ৬ দিনেই কেশরী ২ কে ছাপিয়ে ১০০ কোটির দোরগোড়ায় রেইড ২! মঙ্গলবার কে কত আয় করল?
মেট গালায় অংশ নিয়ে কী বলেছেন শাহরুখ?
৫ মে নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে মেট গালায় ডেবিউ করলেন শাহরুখ। সব্যসাচী মুখপাধায়ের ডিজাইন করা কালো স্যুটে নিজের চার্ম এবং সিগনেচার স্টাইলে রেড কার্পেট কাঁপালেন। এদিন এই অনুষ্ঠানে এসেই শাহরুখ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আমি শাহরুখ।' সঙ্গে দেন তাঁর সেই জনপ্রিয় হাসি। শাহরুখ খান আরও জানান তিনি মেট গালায় অংশ নিয়েছেন তাঁর সন্তানদের জন্য। কিং খানের কথায়, 'আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা মেট নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমি নিজে থেকে আদৌ আসতাম কিনা জানি না। কিন্তু যখন সব্য বুদ্ধি দিল তখন ওরা দারুণ খুশি হয়। আমি এখনও জানি না সেটা সত্যিই দারুন কিনা। কিন্তু ওরা বলল তোমায় ওখানে দারুণ লাগবে।' তিনি এদিন আরও বলেন 'এটাই হয়তো আমার শেষ মেট গালা।'