এক অনুরাগী লেখেন, ‘স্যার, এই গানটি আমাকে বাড়ির কথা মনে করিয়ে দিয়েছে।’ অনুরাগীর এই কথার উত্তর দিয়েছেন শাহরুখ। তিনি লেখেন, ‘হ্যাঁ, সত্যিই তাই, এটা আমাকে আমার বাবা-মা, আমার দিল্লির সেই পুরনো দিন, বন্ধুবান্ধব এবং সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কে ভাবতে মনে করিয়ে দেয়। খুব আবেগপ্রবণ করে তোলে।’
শাহরুখ খান
এই ডিসেম্বরেই মুক্তি পাচ্ছ চলতি বছরে শাহরুখের তৃতীয় ছবি Dunki। আর ১ ডিসেম্বর, মুক্তি পেয়েছে ছবির তৃতীয় গান ‘নিকলে থে কভি হাম ঘরসে’ (Nikle The Kabhi Hum Ghar Se)। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে সোনু নিগমের গাওয়া এই গান। শাহরুখ নিজেও জানিয়েছেন, এটাই তাঁর পছন্দের ‘ডাঙ্কি’র প্রিয় গান। সম্প্রতি AskSRK সেশনে,‘নিকলে থে কভি হাম ঘরসে’ গানটি নিয়ে কথা বলেছেন শাহরুখ।
কিং খানের উদ্দেশ্যে এক অনুরাগী লেখেন, ‘আপনি এই গানটি দিয়ে আমাদের ভীষণভাবে আবেগপ্রবণ করে তুলেছেন। আপনার মানসিক দুর্বলতা কি?’ এর উত্তরে কিং খান লেখেন, ‘আমার যতদূর মনে হয় আমার পরিবারই আমার দুর্বলতা... এটাই সবার ক্ষেত্রে নয় কি?’
আরও একজন লেখেন, ‘স্যার, এই গানটি আমাকে বাড়ির কথা মনে করিয়ে দিয়েছে। আপনি প্রথম যখন এটা শুনেছিলেন তখন কি একই অনুভূতি হয়েছিল?’ অনুরাগীর এই কথার উত্তর দিয়েছেন শাহরুখ। তিনি লেখেন, ‘হ্যাঁ, সত্যিই তাই, এটা আমাকে আমার বাবা-মা, আমার দিল্লির সেই পুরনো দিন, বন্ধুবান্ধব এবং সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কে ভাবতে মনে করিয়ে দেয়। খুব আবেগপ্রবণ করে তোলে।’
এক অনুরাগী বাদশাকে তাঁর বাড়ি, পরিবার নিয়ে কিছু কথা শেয়ার করতে বলেন। উত্তরে শাহরুখ লেখেন, ‘মেরা ঘর ওয়াহাঁ হোতা হ্যায় জাহাঁ মেরা দিল হোতা হ্যায়। মেরে আপনে হোতে হ্যায়। যেখানে হৃদয় নেই, সেটাকে কি বাসা বলে?’ (যেখানে হৃদয় জুড়ে আছে, সেটাই হল ঘর, যেখানে হৃদয় জুড়ে নেই, সেটা কীভাবে ঘর হবে?)
কেউ আবার কিং খানকে প্রশ্ন করে তিনি কি দিল্লিকে মিস করেন? কেউ আবার তাঁকে তাঁর শৈশব নিয়ে কিছু কথা বলার অনুরোধ করেন। এমন কথায় মজা করে শাহরুখ লেখেন, ‘ম্যায় তো অভি ভি বাঁচা হুঁ (আমি এখনও শিশু)। আমারও একটা সুন্দর শৈশব ছিল, এবং আমি আমার বাবা-মাকে ভীষণ মিস করি।’
এখানেই শেষ নয়, এক নেটিজেন, যিনি কিনা প্রবাসী ভারতীয়, বর্তমানে কানাডাতে থাকেন, তিনি বলেন, ‘আমি ৪ বছর থেকে কানাডায় বাস করছি…#NikleTheKabhiHumGharSe শোনার পর আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আমি ভারতে ফিরছি…আ রাহা হুঁ.. #আস্কএসআরকে’। একথার জবাবে শাহরুখ বলেন, ‘আরে ইয়ার….আমিও মনে করি ভারত সেরা কিন্তু সব সিদ্ধান্ত সাবধানে নিন। কখনও কখনও আমাদের বাইরে কাজ করতে হয় এবং নিজের জন্য জীবন তৈরি করতে হয়। #ডাঙ্কি’