তিনদিন আগেই জন্মদিন চলে গিয়েছে। এই বছর ২ নভেম্বর ৫৮ বছরে পা দিলেন কিং খান। তাঁর জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল পার্টিরও। বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতাকে দেখা যায় সেখানে। এবার সেসব মিটতেই শাহরুখ খান তাঁর বন্ধু, সহকর্মীদের শুভেচ্ছাবার্তার একে একে উত্তর দিচ্ছেন। তিনি এদিন সিদ্ধার্থ মালহোত্রা, রিদ্ধি ডোগরা, বিনীত কুমার, রিঙ্কু সিং, নীতিশ রানা, রিদ্ধি ডোগরা প্রমুখকে উত্তর দেন। কাউকে বেটা, কাউকে মা বলে সম্বোধন করেন শাহরুখ।
শাহরুখ খান কাকে কী উত্তর দিলেন?
জওয়ান ছবির সহ অভিনেতা শাহরুখের জন্মদিনে রিদ্ধি ডোগরাতl তাঁকে 'সেরার সেরা' বলে অভিহিত করেন। উত্তরে কিং খান লেখেন, 'অনেক ধন্যবাদ মা। হাহা, ভালো থেকো।' আসলে এই ছবিতে রিদ্ধিকে শাহরুখের পালিতা মায়ের চরিত্রে দেখা গিয়েছে, তাই তিনি এমনটা লেখেন।
আরও পড়ুন: 'প্রতিটা স্বাধীন মেয়ের নেপথ্যেই...' শোয়েবের সঙ্গে বিচ্ছেদের গুজবের মাঝে ইঙ্গিতবাহী পোস্ট সানিয়ার
আরও পড়ুন: 'শিমুল নাকি সায়ন্তনী...?' রচনার প্রশ্নে বোল্ড আউট ইন্দ্রনীল, কার কাছে কইয়ের শতদ্রু আদতে কাকে ভালোবাসে?
সিদ্ধার্থ মালহোত্রা শাহরুখকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'এরমই উজ্জ্বল থাকবেন। শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন।' উত্তরে শাহরুখ খান লেখেন, 'অনেক ভালোবাসা নিও বেটা, ভালো থেকো।' তিনি এদিন নীতিশ রানা, রিঙ্কু সিংকেও বেটা বলে সম্বোধন করেন। তবে বিশেষ ভাবে মজা করেন নীতিশ রানার সঙ্গে। তাঁর পোস্টের উত্তরে লেখেন, 'অনেক ধন্যবাদ বেটা, ভালো থেকো, সুস্থ থেকো এবং আবার একটা নতুন হেয়ারকাট করো।'