একজনকে কখনও শবর দাশগুপ্ত তো কখনও আবার অনিমেষ দত্তের মতো গোয়েন্দা বা পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে। আরেক জন বিভিন্ন চরিত্রের মাঝেও বাঙালির কাছে একেন বাবু হয়ে উঠেছেন। এবার কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁদের নাকি একসঙ্গে এক ফ্রেমে দেখা যেতে চলেছে।
আরও পড়ুন: লাল বেনারসি পরে সুকান্তর বাড়িতে হাজির অনন্যা, বাগদানের আগে গোলাপ দিয়ে সারলেন প্রোপোজ!
কী ঘটেছে?
এই বছর একেন বাবু আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন বলেই শোনা যাচ্ছে। যদিও কয়েক মাস আগেই শীতের সময় বাপি আর প্রমথকে নিয়ে ওয়েব মাধ্যমে হাজির হয়েছিলেন একেন বাবু। তাঁদের গন্তব্য ছিলেন পুরী। এবার কানাঘুষোয় শোনা যাচ্ছে ফের বড় পর্দায় ফিরছেন বাঙালির এই পছন্দের গোয়েন্দা। আনন্দবাজারের তরফে জানানো হয়েছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় নাকি ঘনঘন চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত এবং প্রযোজনা সংস্থা SVF এর সঙ্গে মিটিং করছেন। মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে সেই ছবির শ্যুটিং। যদিও এবার একেন বাবুর গন্তব্য কোথায় সেটা জানা যায়নি। তবে জানা গিয়েছে জয়দীপ মুখোপাধ্যায়ের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় নাকি দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাঁকে কোন চরিত্রে দেখা যাবে, মুখ্য তিন চরিত্রে তিন পরিচিত অভিনেতা অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী, সোমক ঘোষ, সুহোত্র মুখোপাধ্যায় ছাড়া কারা থাকবেন সেটাও জানা যায়নি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে রহস্য সমাধান করতে যাওয়ার কথা ছিল একেন বাবুর। ইজরায়েল এবং রাশিয়ায় যাওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু সেটা অবশেষে বাস্তবায়িত হয়নি। এবার অবশেষে রহস্যের জট ছাড়াতে একেন বাবু সদলবলে কোথায় যান সেটাই দেখার।
আরও পড়ুন: এড শিরানকে পেয়ে অরিজিৎ কি ভুললেন রূপমকে? ঘোষণার ২ বছর পরেও কেন এল না জুটির গান, কী বললেন রকস্টার?
প্রসঙ্গত বছরের গোড়ার দিকেই ফেডারেশনের কোপে পড়েন জয়দীপ মুখোপাধ্যায়। সমস্যার জেরে স্থগিত হয়ে যায় অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিরিজের পরবর্তী ভাগের শ্যুটিং। তবে রিসেন্ট আপডেট অনুযায়ী একেন বাবুর শ্যুটিংয়ের পর এপ্রিল মাস থেকে এই সিরিজের শ্যুটিং শুরু হতে পারে।