শুরু হয়ে গিয়েছে সারেমাগামা ২০২৪। জি বাংলার এই গানের রিয়েলিটি শো নিয়ে বরাবরই দর্শকদের উৎসাহ আর উন্মাদনা থাকে তুঙ্গে। দেশের নানা প্রান্ত থেকে প্রতিযোগীরা এসে অংশ নেন গানের এই মঞ্চে। আপাতত চলছে অডিশন রাউন্ডের চূড়ান্ত বাছাই পর্ব। তারই মধ্যে আলাদা করে একটি মেয়ে কেড়ে নিল সকলের নজর।
কলকাতার কালিকাপুরের বাসিন্দা সুস্মিতা। খুব সাধারণ পরিবারে বেড়ে ওঠা। তবে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাঁর স্বপ্নে। বাবার ঝালমুড়ি বিক্রি করে। রোজ ভ্যানে নানা সরঞ্জাম সাজিয়ে বেরিয়ে পড়ে ভাগ্য অন্বেষণে। হাতে হাতে বাবার কাজে সাহায্য করে। সঙ্গে লেখাপড়া আর গান চর্চা। অডিশনে তাঁকে গাইতে শোনা গেল, ‘বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে’।
আরও পড়ুন: গরীব মেয়ের হোটেল খোলার স্বপ্ন, ২৪ জুন থেকে জি বাংলায় ডায়মন্ড দিদি জিন্দাবাদ! কোন মেগার জায়গা নিল?
দেখা গেল সুস্মিতার গায়িকি-তে মুগ্ধ হন প্রতিটি বিচারক। ইমন-রাঘবরা গলাও মেলান সুস্মিতার সঙ্গে। দেখুন সেই প্রোমো যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল-
চলতি বছরে বেশ চমক নিয়ে এসেছে সারেগামাপা। প্রথমে মনে করা হয়েছিল, সারেগামাপা লেজেন্ডসের মতো, সারেগামাপা-ও সঞ্চালনা করবেন বুঝি বা অনির্বান ভট্টাচার্য। তবে তা হয়নি। এবারেও সেই দায়িত্ব নিজের কাঁধেই রেখেছেন আবির চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: উঠছে ‘পরকীয়া’র অভিযোগ! অনির্বাণ বিয়ে ভাঙা ঘোষণা করতেই কী বলছেন ‘কথা’ সুস্মিতা
সঙ্গে চলতি সিজনে আর থাকছে না কোনও মেন্টার। এবার মোট ৮জন বিচারককে রাখা হয়েছে সারেগামাপা-তে। আর এই ৮ বিচারক জুটি বাঁধবেন ২জন করে। অর্থাৎ থাকবে মোট চারটি টিম। রয়েছেন জাভেদ আলি, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, শান্তনু মৈত্র, কৌশিকি চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অন্তরা মৈত্র। আর মহাগুরুর দায়িত্ব সামলাবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া।
আরও পড়ুন: নিজেকে বলেন ‘বলিউড আউটসাইডার’, এদিকে তাপসীর কেরিয়ারে বড় হাত প্রীতি জিন্টার
২ জুন ছিল সারেগামাপা-র গ্র্যান্ড ওপেনিং। ইতিমধ্যেই টিআরপি-তে বেশ ভালো ছাপ ফেলেছে। পেয়েছে ৫-এর উপর রেটিং। আপাতত নন ফিকশন শো হিসেবে সেরা এই গানের রিয়েলিটি শোখানা।
গত সিজনে সারেগামাপা-র ট্রফি উঠেছিল পদ্মপলাশের হাতে। তবে জনপ্রিয়তায় তাঁকে টেক্কা দিয়েছেন অ্যালবার্ট কাবো। এর আগের সিজন জেতেন অর্কদীপ মিশ্র। সারেগামাপা-র একদম প্রথম সিজনের বিজেতা ছিলেন অনীক ধর।