বলিউডের অন্যতম সুন্দরী নার্গিস। হিন্দি ছবির ‘মাদার ইন্ডিয়া’র যেমন রূপ, তেমনি গুণ। এবার তাঁরই ছায়া ধরা পড়ল নাতনি ইকরার মধ্যে। সঞ্জয় দত্ত ও তাঁর তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের কন্যা ইকরা। তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। সেই ভিডিয়ো দেখে অনেকেই ইকরার চেহারা, গায়ের রং ও চোখের চাউনি মধ্যে খুঁজে পেয়েছেন তাঁর ঠাকুমাকে।
নেটপাড়ার অনেকেই বলছেন, ‘ইকরা বাস্তবেই ছোট্ট নার্গিসজি’। ভিডিওতে ইকরাকে একটি ক্যাজুয়াল টি-শার্ট এবং শর্টস পরে থাকতে দেখা যায়। পাপারাজ্জিদের সামনে মোটেও নার্ভাস হন সঞ্জয় কন্যা। ক্যামেরার সামনে দাঁড়ানোর অভ্যাস যেন চিরকালের, এমন সাবলীলভাব থেকে অনেকেই বলছেন ইকরা ভবিষ্যতের নায়িকা। ইকরার চোখের মায়াবী চাউনি নার্গিস দত্তের স্মৃতিকে সতেজ করে তুলছে।
একজন ব্যবহারকারী লিখেছেন, 'মনে হচ্ছে নার্গিসজি ফিরে এসেছেন। ' আরেকজন মজা করে লিখেছেন, ‘কিছু শিশুর ডিএনএ টেস্টের প্রয়োজন হয় না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ওকে খুব সুন্দর লাগছে।’ ইকরা দত্তের জন্ম ২০১০ সালের ২১ অক্টোবর। আগামি অক্টোবরেই পনেরো পূর্ণ করবে ইকরা। শাহরান নামে তার এক যমজ ভাইও রয়েছে। ইকরা তাঁর মা মান্যতা এবং ভাইয়ের সাথে দুবাইতে থাকে। সেখানকার একটি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছে সে। প্রসঙ্গত, কোভিড-১৯ লকডাউনের আগে সঞ্জয় দত্ত পরিবার দুবাইয়ে চলে গিয়েছিল।