অভিনেতা আদিত্য রায় কাপুরের আসন্ন ছবি ‘ওম: দ্য ব্যাটেল উইদইন’। এটি অ্যাকশন ঘারানার ছবি। বিষয়বস্তু সম্পর্কে প্রকাশ করতে গিয়ে অভিনেতা আগেই জানিয়েছিলেন, ‘যুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য একটি যুদ্ধ’। ছবিতে ওমের ভূমিকায় অভিনয় করছেন আদিত্য। তাঁর বিপরীতে অভিনয় করছেন সঞ্জনা সাংঘি। সূত্রের খবর, ছবির টিম শ্যুটিংয়ের জন্য ইতিমধ্যে রাশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
জানা যাচ্ছে চলতি মাসেই শ্যুটিংয়ের জন্য রাশিয়া উড়ে যেতে পারেন তাঁরা। সূত্র বলছে, ‘বায়ো বাবলের মধ্যে প্রতিটি সতর্কতা অবলম্বন করে শ্যুটিং চলবে। ৮ থেকে ৯ দিনের শ্যুটিং শিডিউল রয়েছে’।
গত ডিসেম্বরে ছবি সম্পর্কে প্রথম আপডেট দিয়েছিলেন সঞ্জনা এবং আদিত্য। ইনস্টাগ্রামে সঞ্জনা লিখেছিলেন, ‘আমাদের সুন্দর যাত্রা শুরু! প্রথম দিন সেরা একজন আদিত্যর সঙ্গে। আমার পরবর্তী অ্যাকশন থ্রিলার’।

ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন কপিল ভর্মা। যৌথভাবে প্রযোজনা করেছেন জি স্টুডিও, আহমেদ খান এবং শায়রা খান। আদিত্য রায় কাপুরকে শেষ দেখা গিয়েছিল অনুরাগ বসুর 'লুডো'তে এবং সঞ্জনা সাংঘি মুকেশ ছাবরার 'দিল বেচারা' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন।