৬০ ছুঁইছুঁই সলমনের জীবনে প্রেম এসেছে বারবার। কিন্তু ব্যক্তিগত জীবনে আজও থিতু হননি বলিউডের ভাইজান। এবার তাঁর নায়িকাও বললেন তিনি নাকি বিয়ে করতে চান না। তবে কি ভাইজানের অনুপ্রেরণাতেই একা থাকার সিদ্ধান্ত?
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডেইজি শাহ। সলমন খানের হাত ধরেই লিডিং লেডি হিসাবে রুপোলি সফর শুরু করেছিলেন তিনি। দীর্ঘ কেরিয়ার জয় হো নায়িকার। ৪০-এর গণ্ডি পার করা ডেইজির জীবনে আজও বিয়ের ফুল ফোটেনি। এমনকী নায়িকার প্রেমজীবন নিয়েও অন্ধকারে ভক্তরা। তাঁর জীবনে বিশেষ কেউ আছেন কি না এই প্রশ্ন ফ্যানেদের! ডেইজি তার ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা বলেন। সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
তিনি বলেন একটা সময় তাঁর মা এবং বোন তাঁকে বিয়ে করার জন্য প্রচণ্ড জোরাজুরি করতেন। তবে তাতে লাভ হয়নি। কেন তিনি বিয়ে করছেন না, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তাকে বিয়ে করতে বলা হয়েছিল কিনা জানতে চাইলে ডেইজি বলেন, ‘মা এবং বোন খুব জোর করত, কিন্তু আমার কাকা বলেছেন যে আমি একজন স্বাধীন মেয়ে এবং কেন অকারণে থিতু হতে যাবেন, যখন তিনি নিজের জন্য ভাল করছেন। এখন আমার মা আমার বিয়ে না করার সিদ্ধান্তকে মেনে নিয়েছেন।’
নিজের ভাঙা সম্পর্কের ইঙ্গিত দিয়ে ডেইজি বলেন, ‘আমার জীবনে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আমার পরিবারের কর্তা হওয়ার চেষ্টা করছিলেন কারণ আমার বাবা নেই। কিন্তু ওই জিনিসটা আমার ভালো লাগেনি।’ ডেইজি আরও বলেন, ‘এটা খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ আমি দেখেছি অনেকে (পুরুষ) স্বাধীনচেতা নারীদের সামলাতে পারছেন না। তাদের মধ্যে অনেক নিরাপত্তাহীনতা রয়েছে, আমি যাদের সাথে দেখা করেছি (বিয়ে সম্পর্কে) তারা সবাই একইরকম ছিল। আমি আমার জীবনে এতটাই সুরক্ষিত যে আমি এমন কোনও পুরুষ চাই না যে আমার শুধু আর্থিক চাহিদা পূরণ করবে কারণ আমি নিজের মতো করে ভালো আছি’।
ডেইজি আরও বলেন, 'আগে এটা ছিল একজন আর্থিকভাবে স্বচ্ছল পুরুষের সঙ্গে ঘর বাঁধা এবং তাঁর সন্তান ধারণ করা, কিন্তু এখন সময় বদলে গেছে। কিন্তু অনেক নারীই এখন আর তা মনে করেন না। কিন্তু ছোট শহরগুলোতে এখনো এমন ঘটনা ঘটছে। '