সলমন খান তাঁর নতুন ছবি 'ব্যাটল অফ গালওয়ান' নিয়ে ফিরছেন সে খবর আগেই শোনা গিয়েছিল। নায়ককে শেষ ‘সিকান্দার’ ছবিতে দেখা গিয়েছিল। যদিও এই ছবি সে ভাবে দর্শকদের মনে জায়গা করতে পারেনি, বরং নানা নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছিল। তবে তাঁর আসন্ন এই ছবির মাধ্যমে ফের তিনি দর্শকদের মুগ্ধ করতে চান।
আরও পড়ুন: 'সাইয়ারা' দেখে কাঁদলেন ববি দেওল! ‘সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল…’, যা বললেন নায়ক
সলমন পরিচালক অপূর্ব লাখিয়াকে সঙ্গে ইতিমধ্যেই 'ব্যাটল অফ গালওয়ান-এর ঘোষণা করেছেন। এই ছবিটির গল্প সালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে বিরোধের উপর ভিত্তি করে তৈরি। সলমন এই ছবির জন্য নানা শারীরিক পরিবর্তনও করেছেন বলে শোনা গিয়েছে।
তবে সর্বশেষ প্রতিবেদন অনুসারে, অগস্টে মুম্বইয়ে ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা এক বিশেষ কারণে বাতিল করা হয়েছে। জুলাই মাসে বান্দ্রার মেহবুব স্টুডিয়োতে নির্মিত সেটটিও ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু কেন জানেন?
মিড-ডে-র প্রতিবেদন অনুসারে, নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন যে সরাসরি লাদাখ থেকে ছবিটির শ্যুটিং শুরু করবেন। ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করা হবে। আসলে এই ছবিতে সলমনের একটা অন্য লুক রয়েছে। সেটা মুম্বই এবং লাদাখের মধ্যে ৩০ দিনের ব্যবধান করা হলে ছবির সিনগুলির ধারাবাহিকতা নষ্ট হতে পারে। পরিচালক অপূর্ব লাখিয়া বিশ্বাস করেন যে অ্যাকশন দৃশ্যগুলি ধারাবাহিক ভাবে শ্যুটিং করা উচিত, তাই মুম্বইয়ের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।