Salman-Cristiano: বিশ্ব ফুটবল তারকা মোটেই উপেক্ষা করেননি বলিউড সুপারস্টারকে। বরং হেসে হেসে একে অপরের সঙ্গে কথা বলছে তাঁরা। দেখুন ছবি-
সলমন-ক্রিশ্চিয়ানোর এই নতুন ছবি ভাইরাল
বক্সিং ম্যাচ দেখতে আরব আমিরশাহিতে উড়ে গিয়েছিলেন বলিউডের ভাইজান সলমন খান। ভিভিআইপি আসনে সল্লুর ঠিক পাশে বসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনা রড্রিগেজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিয়াদ থেকে তাঁদের এই ছবি ছড়িয়ে পড়েছিল।
এরপরই সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছে, ভাইজানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন রোনাল্ডো অথচ সলমনকে ঘুরেও দেখলেন না তিনি। যেন চিনতেই পারলেন না। এই ভিডিয়ো নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে আরও একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিশ্ব ফুটবল তারকা মোটেই উপেক্ষা করেননি বলিউড সুপারস্টারকে। বরং হেসে হেসে একে অপরের সঙ্গে কথা বলছে তাঁরা।
সোশ্যাল নেটওয়াকিং সাইট রেডডিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং সলমন খানের নতুন ভাইরাল ছবিতে এই দুই তারকাকে বক্সিং রিংয়ের সামনে হাসি মুখে কথোপকথন করতে দেখা গিয়েছে। কমেন্টে নেটিজেনরা ভালোবাসা উজাড় করেছেন দুই তারকার প্রতি। জর্জিনা রড্রিগেজও রয়েছেন ছবিতে। আরও পড়ুন: ডিনার ডেটে নভ্যা-সিদ্ধান্ত, যোগ দিলেন শ্বেতা বচ্চনও, কোথায় গিয়েছিলেন