সোমবার মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের বাড়িতে গণেশ দর্শনে গিয়েছিলেন অভিনেতা সলমন খান। ভিন ধর্মের হলেও, বরাবরই গণেশপুজোয় অংশ নেন সলমন খান। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার গণেশের সামনে হাত জোড় করে প্রার্থনা করার কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, খালি পায়ে তিনি মন্দিরের সামনে দাঁড়িয়ে গণেশের কাছে আশীর্বাদ নিচ্ছেন। শুধু তাই নয়, জোড় হাতে প্রার্থনা করেন এবং প্রসাদ ও তিলক গ্রহণ করেন।
যদিও খুনের হুমকির কথা মাথায় রেখে, সলমনকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা, বডিগার্ড এবং গাড়ির কনভয়। এই অনুষ্ঠানে সলমন চেকার্ড শার্ট এবং নীল প্যান্ট পরেছিলেন। আশিস শেলার সালমানের সঙ্গে ছবি শেয়ার করেন। এক্স (পূর্বের টুইটার)-এ সলমনের সঙ্গে ছবি শেয়ার করে আশিস লিখেছেন, ‘অভিনেতা সলমন খান আমাদের বান্দ্রা ওয়েস্ট পাবলিক গণেশোৎসব কমিটির গণেশ দর্শনে এসেছিলেন।’
গত সপ্তাহে সলমন খান এবং তাঁর পরিবার একেবারে ঢাকঢোল বাজিয়ে গণপতিকে বিদায় জানান। অভিনেতা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে পরিবারের প্রত্যেক সদস্য বাপ্পাকে বিসর্জনের আগে শেষ বিদায় জানাচ্ছিলেন।
কাজের সূত্রে সলমন খানকে সর্বশেষ দেখা গিয়েছে এ আর মুরুগাদোসের অ্যাকশন থ্রিলার সিনেমা 'সিকন্দর'-এ, রশ্মিকা মন্দনার বিপরীতে। তিনি পরবর্তীতে 'ব্যাটল অফ গালওয়ান'-এ দেখা দেবেন, যেখানে দাবাং খান ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করবেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি।
বর্তমানে সলমন খান ব্যস্ত রয়েছেন বিগ বস ১৯-এর উপস্থাপনায়। এই বছরের থিম হল 'ঘরওয়ালোন কি সরকার'। দর্শকরা কালার্স এবং জিও হটস্টারে বিগ বস ১৯ দেখতে পারেন। গৌরব খান্না, কুনিকা সদানন্দ, আওয়েজ দরবার, নাগমা মিরাজকার, আমাল মালিক, আশ্নুর কৌর, জেইশান ক্বাদ্রি, অভিষেক বাজাজ, নাতালিয়া জানোসেক, ফারহানা ভট্ট, মৃদুল তিওয়ারী, নীলম গিরি, প্রণীত মোর, বাসির আলী, তানিয়া মিত্তাল এবং নেহাল এই সিজনের প্রতিযোগী।