সলমন খান অভিনীত আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দর’-এর দ্বিতীয় গান ‘ব্যোম ব্যোম ভোলে’ মুক্তি পেয়েছে আজ অর্থাৎ ১১ মার্চ। সমীর অনজান রচিত এই গানটি গেয়েছেন শান ও দেব নেগী। নির্মাতারা হোলির ঠিক আগেই এই গানটি মুক্তি দিলেন কারণ গানটি তৈরি হয়েছে হোলির নেপথ্যে। খুব স্বাভাবিকভাবেই এই গানটি এই মুহূর্তে সবথেকে বেশি গ্রহনযোগ্য মানুষের কাছে। গানটি শুরু হয় একটি চমৎকার র্যাপ দিয়ে এবং তারপর রঙের মাঝে দেখা যায় সুপারস্টার সলমন খানের এন্ট্রি।
আরও পড়ুন: চুল ঠিক করছেন, আর অন্যদিকে দ্রুত চলছে তাঁর হাত! কাজল যে এত্ত ভালো উল বুনতে পারেন, জানতেন?
আরও পড়ুন: বিয়ে করেই চরম ঘনিষ্ঠ বরের সঙ্গে! ভিডিয়ো দিতেই ট্রোলে মিত্তির বাড়ির মেজ বউ পৌলমী
হোলিতে প্রিয় সুপারস্টারকে ‘বম বম ভোলে’ গানে নাচতে দেখা দর্শকদের জন্য এক বিশেষ আনন্দের ব্যাপার। গানের দৃশ্যে সলমন খান ও রশ্মিকা মন্দান্না-এর জুটি অসাধারণ লেগেছে। গানটি ইউটিউবে জি-মিউজিক কোম্পানির চ্যানেলের অধীনে মুক্তি পেয়েছে। সলমন খান নিজেও একটি পোস্ট করে গানটির মুক্তির কথা জানিয়েছেন। প্রীতমের সুর দিয়ে সাজানো এই গানটিতে জনসাধারণের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক।
গানের ভিডিয়োর কমেন্ট সেকশনে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভাইজান, আজ তো তুমি সবাইকে উড়িয়ে দিলে।’ অন্য একজন লিখেছেন, ‘কামাল করে দিলেন ভাইজান।’ অন্য একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘না পয়সা লাগে না খরচ লাগে, রাম রাম বললে ভালো লাগে।’ অন্য একজন ব্যবহারকারী কমেন্ট করেছেন, ‘গানটি খুবই দারুণ এবং সলমন খানের লুকও অসাধারণ।’
আরও পড়ুন: ঘুরেছেন জিতুর কোলে চেপে! ১৫ বছরের বড় নায়ক লুকোলেও, ছোটবেলার কোন গল্প ফাঁস করলেন দিতিপ্রিয়া?
আরও পড়ুন: কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্ব আর সামলাবেন না বিগ বি! কে অমিতাভের জায়গা নিতে চলেছেন?
একজন ভক্ত লিখেছেন, ‘এই হোলি ভাইজানের নামে।’ আরেকজন লিখেছেন, ‘এখন ছবি মুক্তির জন্য অপেক্ষা করা কঠিন।’ উল্লেখ্য, সলমন খান আবারও অ্যাকশন অবতারে দেখা দেবেন এই সিনেমায়। ছবিটি ঘোষণার সময় থেকেই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন এই সিনেমার জন্য। সিনেমাটি আগামী ২৮ মার্চ মুক্তি পাবে বড়পর্দায়।