
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অভিনেত্রী কাজলকে তো চেনেন, তাঁর অভিনয় দক্ষতার কথাও জানেন। তবে কি জানেন অভিনয় ছাড়াও আরও একটি বিশেষ শিল্পে দক্ষতা রয়েছে তনুজা কন্যার। জানেন সেটা কী?
ভীষণই ভালো উল বুনতে পারেন কাজল। শুধু তাই নয়, খুূব দ্রুত উল কাঁটা কিংবা কুরুশ কাঠি দিয়ে বুনে ফেলতে পারেন নানা কিছু। ব্যস্ততার ফাঁকে সময় পেলেই উল কাঁটা কিংবা কুরুশ কাঠি নিয়ে বসে পড়েন তিনি। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের এই দক্ষতার ছবি তুলে ধরেছেন তনুজা কন্যা। নিজের ইনস্টাস্টোরিতে কুরুশ কাঠি দিয়ে বোনা সুন্দর একটি কারুশিল্পের নিদর্শন পোস্ট করেছেন কাজল। লিখেছেন, ‘আমার বাড়ির কাজকর্মের নিদর্শন’। সময় সুযোগ পেলেই নাকি তিনি এই কাজ করে থাকেন। কাজলের এই প্রতিভার কথা জেনে মুগ্ধ নেটিজেনরা। আর তিনি যে কুরুশে বোনা কারুশিল্পের ছবি পোস্ট করেছেন, তার সূক্ষ্ম কাজ দেখলে অবাক হতে হয় বৈকি!
শুধু তাই নয়, ইনস্টাগ্রামে কাজল একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে ভীষণই দ্রুত না তাকিয়েই উল কাঁটা দিয়ে বুনতে দেখা যায় তাঁকে। কাজল যখন এই হাতের কাজ করছিলেন, তখন তাঁর চুল সেট করছিলেন তাঁর হেয়ার ড্রেসার। আর দিব্যি তখন নিজের ভালোলাগার কাজ সারছিলেন অভিনেত্রী। ভিডিয়োর ক্যাপশানে তিনি লিখেছেন, ‘আমি সবসময় শান্ত মানুষদের সঙ্গে থাকি... যখন আপনি হাসেন এবং কাজ করেন আবার একই সঙ্গে বুননের কাজও করতে পারেন, এই মাল্টিটাস্কিং বিষয়টা মজাদার! আমিন!’
তবে এটা নতুন নয়, এর আগে গাড়িতে যেতে যেতে কুরুশ কাঠি দিয়ে বুনতে দেখা গিয়েছিল তাঁকে। বোনার আগে ও পরের ছবি ভিডিয়ো আকারে গতবছর সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন। আর তাই বেশ বোঝা যায়, সময় পেলেই নিজের এই পছন্দের কাজে মনোনিবেশ করেন তিনি।
তবে শুঘু কাজলই নয়, একই ভাবে তাঁর মতোই এই উল বোনা কিংবা কুরুশ কাঠি দিয়ে বোনার কাজে বেশ দক্ষ তাঁর বোন তনিশাও। একথা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী।
এদিকে কাজের ক্ষেত্রে কাজলকে খুূব শীঘ্রই 'মা' ছবিতে দেখা যাবে। সোমবার সামনে এসেছে ছবি পোস্টার। জানা যাচ্ছে, এটি একটি পৌরাণিক হরর ফিল্ম। যেটির পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া, আর চিত্রনাট্য লিখেছেন সাইভিন কোয়াড্রাস। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাজল। তিনি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মা। 'মা' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরেরই (২০২৫) ২৭ জুন। হিন্দি, তামিল, তেলেগু ও বাংলা সহ একাধিক ভাষায় মুক্তি পাবে ছবিটি। এরাজ্যেই গত বছর এই ছবির শ্যুটিং হয়েছিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports