বলিউডের ‘দাবাং’ সুপারস্টার সলমন খানের হাত ধরে অনেক নায়িকাই অভিনয় দুনিয়ায় পা রেখেছেন। সলমনের নাম ইন্ডাস্ট্রিতে ছাপ ফেলতে অনেককেই সহায়তা করেছিল।‘দাবাং’ অভিনেতা অনেকের কাছে গডফাদার হয়ে উঠেছিলেন। তবে কি জানেন যে এমন একজন নায়িকাও রয়েছেন যাঁকে ভাইজান নিজের ছবি বের করে দিয়েছিলেন। এই গল্পটি অদ্ভুত হলেও সত্যি।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত 'সুলতান' সিনেমাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। ছবিতে তিনি একজন কুস্তিগীরের ভূমিকায় ছিলেন। তবে অনুষ্কার নাম নিয়ে ভাবনার আগেই ছবির প্রস্তাব গিয়েছিল অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের কাছে।
জানা যায়, সলমন খানের 'সুলতান' ছবির জন্য যখন ম্রুণাল ঠাকুরের নাম ভাবা হয়েছিল, তখন ছবি সম্পর্কিত কথোপকথনের জন্য অভিনেত্রী পানভেলে দাবাং খানের ফার্মহাউসেও গিয়েছিলেন। তবে সল্লু মনে হয়েছিল ছবির নায়িকা একজন কুস্তিগীর। তবে ম্রুণালকে ঠিক কুস্তিগীরের মতো দেখাচ্ছিল না। যে কারণে সলমনের কথাতেই সুলতান ছবি থেকে বাদ পড়েন ম্রুণাল। Bigg Boss চলাকালীন অভিনেতা নিজেই এই বিষয়টি জানিয়েছিলেন। কারণ সেসময় শহীদ কাপুর এবং ম্রুণাল ঠাকুর তাঁদের ছবি 'জার্সি'র প্রচারের জন্য বিগ বস ১৩ এর সেটে গিয়েছিলেন। সেসময়ই ম্রুণালে নিয়ে এই ঘটনা শেয়ার করেন খোদ সুপারস্টার সলমন।
সলমনের কথায় ম্রুণাল বলেছিলেন, যে তিনি সেসময় অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন, যে কারণে সম্ভবত তিনি ওই ভূমিকায় জন্য উপযুক্ত ছিলেন না।