সলমন খানের জন্মদিন বলে কথা। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার বৃহস্পতিবার রাত থেকেই ধুমধাম করে পালন করলেন তাঁর এই বিশেষ দিন। বিগত কয়েকবছর ধরে অভিনেতার পালিত বোন অর্পিতা খান তাঁর বাড়িতে পার্টির ব্যবস্থা করে। আর উপস্থিত থাকে বলিউডের সলমন-ঘনিষ্ঠরা। এবার কারা পেয়েছিলেন আমন্ত্রণ?
৫৯ বছরের জন্মদিন পালন করলেন ভাইজান। এদিন বার্থ ডে বয়কে দেখা গেল একটি নস্যি রঙের জ্যাকেট ও কালো টি শার্টে। বিগত কয়েকমাস ধরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বিষ্ণোই গ্যাংয়ের থেকে। তবে তার মাঝেও বেশ ধুমধাম করেই হল সমস্ত আয়োজন। সলমনের ভাই আরবাজ খান ও তাঁর স্ত্রী সুরা খান এসেছিলেন। ছিলেন ছোট ভাই সোহেল ও তাঁর ছেলে নির্বাণ। সলমনের চর্চিত প্রেমিকা ইউলিয়া ভান্টুরও ছিলেন এবারের পার্টির মধ্যমণি।
আরও পড়ুন: কিয়ারা অন্তঃসত্ত্বা? বিয়ের ২ বছরে সুখবর সিদ্ধার্থের ঘরে? এই বিশেষ জিনিস, উসকে দিল জল্পনা
একসময় সমস্ত পাকাপাকি হয়ে যাওয়ার পরেও, সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে ভাঙে সলমনের। শোনা যায়, ধোঁকা এসেছিল তাঁর দিক থেকেই। তবে খান পরিবারের সঙ্গে সঙ্গীতা এখনও ভীষণ ঘনিষ্ঠ। মাফও করে দিয়েছেন প্রাক্তনকে। বরাবরের মতো এবারেও তাঁকে দেখা গেল জন্মদিনের পার্টিতে। অভিনেতা ববি দেওল ছিলেন, দেখা মিলল রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজারও। দুই ছেলে রিয়ান এবং রাহিলের সঙ্গে পার্টিতে অংশ নেন তাঁরা।
আরও পড়ুন: বক্স অফিসে আল্লুর দাদাগিরিতে হাল বেহাল বরুণের, বৃহস্পতিবারে পুষ্পা ২-বেবি জনের আয় কত
এদিকে জন্মদিনের আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি 'সিকন্দর'-এর প্রথম পোস্টার। ব্যাকব্রাশ চুলের সঙ্গে চাপদাড়ি। হাতে অস্ত্র। আলো-আঁধারি ঘেরা রহস্যময় এক প্রেক্ষাপট। এই ছবির জন্য অনেকটাই ওজন ঝরিয়েছেন সলমন। বেশ ছিপছিপে অবতারেই 'সিকন্দর' হয়ে দর্শকের সামনে হাজির হলেন পোস্টারে।
আরও পড়ুন: দাম ৮০ কোটি! সুইমিং পুল, আস্তাবল, চাষের জমি, কী নেই সলমনের পানভেলের ফার্মহাউজে, দেখুন অন্দরের ছবি
'গজিনী' ছবি খ্যাত দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের নির্দেশনায় এই প্রথম কাজ ভাইজানের। আজ অর্থাৎ শুক্রবার সকাল ১১টা নাগাদ মুক্তি পাবে 'সিকন্দর'-এর প্রথম ঝলকের ভিডিও! এখন দেখার, সেখানে কী চমক অপেক্ষা করে আছে। তবে জন্মদিন যে ধামাকেদার হবেই, তাতে আর সন্দেহ নেই।