পোলকা ডট পোশাকে বড়দিনে সামনে এলেন কিয়ারা আডবানি। আর তারপর থেকেই অভিনেত্রীর মা হতে চলার জল্পনা শুরু। ২০২৪ সালের ক্রিসমাস পরিবারের সঙ্গেই কাটালেন অভিনেত্রী। ম্যাঙ্গোর একটি ড্রেপড পোলকা ডট ম্যাক্সি ড্রেস বেছে নিয়েছিলেন এই বিশেষ দিনের জন্য। আর এরপর থেকেই জল্পনা শুরু। সেটা হল, সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানি কি তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন?
আসলে এসবই হয়েছে নেট-দুনিয়ার কল্যানে। কারণ কিয়ারাকে কালোর উপর সাদা পোলকা ডটে দেখে, মনে পড়ে গিয়েছে অনুষ্কা শর্মার কথা। তিনি প্রথমবার ভামিকাকে নিয়ে অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় সেই সুখবর ভাগ করে নিতে এইরকম পোশাকেই সামনে এসেছিলেন। তাই কিয়ারাও প্রেগন্যান্ট কি না, তা নিয়ে বর্তমানে হিসেব নিকেষ চলছে।
শেরশাহ ছবিতে কাজ করার সময় থেকে, প্রেম সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবানি। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন। রাজস্থানে আয়োজন করা হয়েছিল ডেস্টিনেশন ওয়েডিং গুটি কয়েক বন্ধু ও আত্মীয়পরিজন নিয়ে। এসেছিলেন আম্বানিরা, বলিউড থেকে করণ জোহর, শাহিদ কাপুর, জুহি চাওলাদের দেখা গিয়েছিল এই বিয়েতে।
আরও পড়ুন: দাম ৮০ কোটি! সুইমিং পুল, আস্তাবল, চাষের জমি, কী নেই সলমনের পানভেলের ফার্মহাউজে, দেখুন অন্দরের ছবি
মজার ব্যাপার হল, এই মিথটি আরও দৃঢ় হয় যখন ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের গর্ভাবস্থার একটি ছবি আবার সামনে আসে, যেখানে তাঁকেও পোলকা ডট পোশাকে দেখা যায়। এভাবেই শুরু হয় 'প্রেগন্যান্সি ড্রেস'-এর এই মজাদার ট্রেন্ড।
কেউ মন্তব্য করেছেন, 'কিয়ারার পোশাক দেখে বোঝা যাচ্ছে তাদের কাছে কিছু সুখবর 😁 আছে', 'পোলকা ডটস গাইজ 😍😍😍' এবং 'আমার মনে হয় ও অন্তঃসত্ত্বা ❤️'।
আরও পড়ুন: বক্স অফিসে আল্লুর দাদাগিরিতে হাল বেহাল বরুণের, বৃহস্পতিবারে পুষ্পা ২-বেবি জনের আয় কত
যদিও এই জল্পনা-কল্পনার আপাতত কোনও ভিত্তি নেই। আর যদি সত্যি হয়েও যায়, তবে তা হবে সত্যই একটি ইউরেকা মুহূর্ত নেটিজেনদের জন্য। এখন দেখার, আগামী কয়েকমাসের মধ্যে কোনো গুড নিউজ আসে কি না এই দম্পতির থেকে।
কাজের সূত্রে, কিয়ারাকে আগামীতে শঙ্কর শানমুঘাম পরিচালিত এবং রাম চরণ অভিনীত গেম চেঞ্জার-এ দেখা যাবে, যা ২০২৫ সালের ১০ জানুয়ারি মুক্তি পাবে। অন্যদিকে সিদ্ধার্থ সবেমাত্র তার পরবর্তী প্রোজেক্ট পরম সুন্দরীর ফার্স্ট লুক শেয়ার করেছেন, যেখানে তাঁর বিপরীতে জাহ্নবী কাপুর রয়েছেন।