গাড়ি পারমিট নিয়ে এবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহন দফতর। পারমিটকে এবার প্রায় সব ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল। যার মধ্যে অন্যতম যানবাহনের কর দিতে হলে পারমিট লাগবে। পারমিট ছাড়া কর দেওয়া যাবে না। পারমিট যদি ডিজিটাইজড না হয়, তাহলে পারমিটের প্রতিলিপি জমা দিতে হবে। এছাড়াও নতুন পারমিট নেওয়া ও রিনিউ করার ব্যাপারেও বেশ কিছু নিয়ম জারি করল পশ্চিমবঙ্গের পরিবহন দফতর।
আরও পড়ুন - ৪৫-এর আফগান পুরুষের বউ বাছা হল ৬ বছরের কন্যাকে! কী বলল তালিবান প্রশাসন?
কর দিতে হলে কখন লাগবে পারমিট?
কারওর পারমিট যদি ডিজিটাইজ পারমিট না হয়, তাহলে কর দেওয়ার সময় পারমিটের প্রতিলিপি জমা দিতে হবে। এছাড়াও দ্রুত সব বাহন-মালিকদের পারমিট স্ক্যান অরে ডিজিটাল কপি আপলোড করতে বলা হয়েছে। বাহন পোর্টালে গিয়ে করতে হবে এই আপলোডের কাজ।
আরও পড়ুন - ‘চুপ করে থাকব না’, দিল্লিতে বাঙালি হেনস্থার ঘটনায় গর্জন দিদির
পারমিট সংক্রান্ত আর কী কী নিয়ম জারি হল?
পারমিট নিয়ে এবার সব কাজই অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। পরিবহন দফতর থেকে তাই এই ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
- পারমিট পেতে হলে পরিবহন দফতরের পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
- আবেদনের টাকা যেদিন জমা পড়বে, সেদিনটাই হবে আবদনের তারিখ। আবেদন কোনও নির্দিষ্ট রুটে করতে চাইলে তার জন্য দফতর থেকে অফার লেটার দেওয়া হবে।
- সেই লেটারের ভিত্তিতে আবেদন করতে হবে। এই চিঠি বা লেটারের মেয়াদ ছয় মাস। সময় ফুরিয়ে গেলে তিনি আর আবেদন করতে পারবেন না। পরের ব্যক্তিরা সুযোগ পাবেন।
- পারমিটের মেয়াদ ফুরিয়ে যাওয়ার ছয় মাসের রিনিউ বা নবীকরণ করাতে হবে। তা না করানো হলে সেই পারমিট বাতিল হয়ে যাবে।
- এবার থেকে কেউ গাড়ি বিক্রি করতে চাইলে তাকে হলফনামা দিয়ে দফতরকে জানাতে হবে। আবার কেউ কিনতে চাইলে তার পারমিট থাকতে হবে।
- পারমিটের জন্য আবেদন করার ১ বছরের মধ্যে রুট বা রুটের দৈর্ঘ্য বদল করা যাবে না।