মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ড্রামা ছবি 'সাFয়ারা'র ঝড়ে এই মুহূর্তে কেঁপে উঠেছে পুরো বক্স অফিস। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'সাইয়ারা' বক্স অফিসে ম্যাজিক দেখাচ্ছে রীতিমত। 'সাইয়ারা'র মাধ্যমে বলিউড খুঁজে পেয়েছে নতুন এক সুপারস্টারকে। হ্যাঁ, এই ছবি দিয়েই ডেবিউ হয়েছে আহান পান্ডের। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনীত পাড্ডাও। কিন্তু জানেন কি, দর্শকদের মাঝে দারুণ প্রেমের গল্প নিয়ে আসা মোহিত সুরির স্ত্রীও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন? তবে এখন তাঁর স্ত্রী পেশা বদলে ডিজে হয়েছেন এবং কনসার্টে 'সাইয়ারা'র সাউন্ডট্র্যাক বাজানোর জন্য প্রচুর অনুরোধ পাচ্ছেন তিনি। আসুন জেনে নেওয়া যাক তিনি কে?
নব্বইয়ের দশকের সাহসী অভিনেত্রীদের মধ্যে ধরা হত পরিচালক মোহিত সুরির স্ত্রীকে। তিনি আর কেউ নন, অভিনেত্রী উদিতা গোস্বামী। তিনি জন আব্রাহাম এবং ইমরান হাশমির সাথে একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। সম্প্রতি এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মোহিত সুরি। এসময় মোহিত বলেন, 'হ্যাঁ, আমার স্ত্রী একজন ডিজে, হঠাৎ সবাই তাকে সাইয়ারার গান বাজাতে অনুরোধ করছে। এই অনন্য মুহূর্তটি পুরো পরিবারের জন্য স্মরণীয় ছিল। আমার স্ত্রী সবসময় আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ছিল, আছেও, কিন্তু এই সাফল্য আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ওর জন্যও। ও আমাকে গত ২২ বছর ধরে চেনে।'
২০০৩ সালে পূজা ভাটের 'পাপ' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন উদিতা গোস্বামী। তিনি ইমরান হাশমির সাথে মোহিত সুরির পরিচালনায় প্রথম চলচ্চিত্র জেহের-এ কাজ করেছিলেন। এরপর 'আকসার', 'দিল দিয়া হ্যায়', 'কিসে পেয়ার করুঁ', 'অ্যাপার্টমেন্ট'-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। তবে তিনি এক দশক আগে চলচ্চিত্র ছেড়ে ডিজে হয়েছিলেন।