বাংলা নিউজ > বায়োস্কোপ > Sahana-Rachana: ‘স্মাজ-প্রুফ কাজলটির ব্র্যান্ডটি যদি বলিতেন…’, রচনার চোখের জলকে ‘কুম্ভীরাশ্রু’ বলে কটাক্ষ সাহানার?
আর জি কর কাণ্ডের বীভৎসতার ছবিটা যত স্পষ্ট হচ্ছে ততই শিউরে উঠছে গোটা দেশ। ৩৬ ঘণ্টা ডিউটি শেষে সামন্য একটু বিশ্রাম নিতে গিয়ে হাসপাতালের অন্দরেই নারকীয়ভাবে ধর্ষণ করে খুন করা হয় চেস্ট ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে। এই ঘটনার পর এক সপ্তাহ কেটেছে, প্রতিবাদের সুর চড়াচ্ছেন আম জনতা থেকে তারকারা। আরও পড়ুন-আরজি কর কাণ্ডে মোমবাতি হাতে রাস্তায় প্রসেনজিৎ, সঙ্গী অরিন্দম শীলরা