বিগত বেশ কিছুদিন ধরে চর্চায় রূপালি গঙ্গোপাধ্যায়। না, কারণ মোটেই তাঁর কাজ নয়। বরং তাঁর সৎমেয়ে। সেই যুবতী অনুপমা খ্যাত অভিনেত্রীর নামে একাধিক অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়ায়। লাগাতার এই অভিযোগের পর সম্প্রতি সৎমেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিনেত্রী। যদিও এদিন তাঁর আইনজীবী সানা রইজ খান জানিয়েছেন যে এষা অর্থাৎ রূপালির সৎমেয়ে এখনও সেটার কোনও জবাব দেননি।
আরও পড়ুন: হুমায়ূন আহমেদের গল্প থেকে ছবি! মানসমুকুলের আগামী ছবিতে মুখ্য ভূমিকায় মিঠুন, নায়িকার চরিত্রে কে?
রূপালির সৎমেয়েকে নিয়ে কী বললেন অভিনেত্রীর আইনজীবী?
এদিন নিউজ ১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে সানা জানিয়েছেন অভিনেত্রী নিজেই সিদ্ধান্ত নেন এষাকে মানহানির নোটিশ পাঠাবেন। তাঁর কথায়, এষা যে বারবার মিথ্যে এবং ভুলভাল অভিযোগ করেছেন রূপালির বিরুদ্ধে সেটা তাঁর মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিন সানা এই প্রসঙ্গে জানান, 'এষা ভার্মা এখনও কোনও জবাব দেয়নি। যদিও ও এর মধ্যেই সব মানহানিকর পোস্ট সরিয়ে দিয়েছে। এমনকি অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছে। অর্থাৎ আমাদের পাঠানো নোটিশ পেয়েছে এবং নিজের ভুলটা বুঝেছে।' তিনি এদিন আরও বলেন, 'রূপালি বাধ্য হয়েছে এই পদক্ষেপ নিতে কারণ ওই মেয়েটি ওর মাত্র ১১ বছরের ছেলেকে অবৈধ সন্তান বলে দাবি করেছিল। তাছাড়া বারবার অবমাননাকর মন্তব্য করেই যাচ্ছিল। রূপালির চরিত্র নিয়ে প্রশ্ন তুলছিল।'
অভিনেত্রীর আইনজীবী এদিন দাবি করেন, 'যে মিথ্যে এবং ভুয়ো অভিযোগ করা হচ্ছিল আমার ক্লায়েন্টের বিরুদ্ধে সেটা ওর মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ভিত্তিহীন অভিযোগগুলো যে খালি ওকে ব্যক্তিগত আক্রমণ করেছে সেটা নয়, ওর রেপুটেশনকে কলঙ্কিত করেছে।'
আরও পড়ুন: সফর শুরুর আগেই মিত্তির বাড়িতে হানা প্রসেনজিতের! আদৃত পারিজাতকে দিলেন কোন টিপস?
কী ঘটেছিল আসলে?
গত ১০ নভেম্বর এষা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর সৎ ভাইকে নিয়ে। সেটার পরই রূপালি তাঁকে ৫০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠান।