স্বাধীনতা দিবসের দিন মাতৃহারা রূপা গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। অবশেষে পাড়ি দিলেন না ফেরার দেশে। ক্যানসারের সঙ্গে ছিল দীর্ঘ লড়াই। এমনকী, হাসপাতালেও ছিলেন ভর্তি দীর্ঘসময় ক্যানসার সংক্রান্ত চিকিৎসার জন্য। সমাজমাধ্যমে মা-কে হারানোর কথা জানিয়েছেন রূপা নিজেই। লিখেছেন, ‘মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে।’ জানা গিয়েছে, শুক্রবার রাতেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন রূপা। অভিনেত্রীর এই পোস্টে শোকপ্রকাশ করেছেন তাঁর কাছের বন্ধু, সহকর্মী ও অনুরাগীরা। লম্বা সময় অভিনয় থেকে দূরে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। বিগত কয়েকবছর ধ্যানজ্ঞান সবটাই ছিল রাজনীতি। তবে সম্প্রতি ‘রঘু ডাকাত’ দিয়ে ফিরেছেন অভিনয়ে। মাঝে অবশ্য মেয়েবেলা ধারাবাহিকে কাজ করেন। তবে ধারাবাহিকের গল্প যেভাবে মোড় নেয়, শাশুড়ি-বউমার যে দ্বন্দ্ব, তা মেনে নিতে পারেননি রূপা। ছেড়ে দেন মেয়েবেলা ধারাবাহিকের কাজ মাঝপথেই। তবে শত ব্যস্ততার মাঝেও, চেষ্টা করতেন মাকে সময় দেওয়ার। একা হাতেই রূপাকে বড় করেছেন তাঁর মা। জানা যায় যে, হাতের কাজে পারদর্শী ছিলেন অভিনেত্রীর মা। বড়বাজার থেকে কাপড় কিনে এনে সায়া, পর্দা, কুশন কভার, বালিশের কভার বানাতেন। এমনকী, রূপা নিজেও মায়ের থেকে সেই কাজ শিখে করতেন পড়ার ফাঁকে ফাঁকে। সাহায্য করতেন মা-কে। পড়শি, পরিচিতদের পাশাপাশি সমস্ত আত্মীয়-পরিজনের সায়া-ব্লাউজ ইত্যাদি বানিয়ে দিতেন রূপা গঙ্গোপাধ্য়ায়ের সদ্য়প্রয়াত মা। এভাবেই বহু কষ্টে চলেছিল মা-মেয়ের সংসার।