রিঙ্কু মজুমদারের সঙ্গে বৈশাখের সন্ধ্যায় সাতপাকে বাঁধা পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ৬১-তে এসে শুরু করলেন জীবনের নতুন ইনিংস। বিনোদন জগৎ তথা বঙ্গ বিজেপির আর এক গুরুত্বপূর্ণ মুখ রূপা গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে কী বললেন?
TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রূপা এই প্রসঙ্গে বলেন, 'একজন মনের মানুষকে খুঁজে পাওয়া, খুব আনন্দের ব্যাপার। উনি খুব স্মার্ট, হ্যান্ডসাম এবং মনের দিক থেকে এখনও যুবক। আমি খুব খুশি ওঁর জন্য। দুজনের জীবন সুন্দর হয়ে উঠুক এটাই কামনা করি।'
আরও পড়ুন: ‘পুরুষরা মহিলাদের মাসিকের ব্যথাকে তুচ্ছ করে দেখে,তাঁদের হলে…’, বিস্ফোরক জাহ্নবী
প্রসঙ্গত, এপ্রিলের ১৮-তে গাঁটছড়া বাঁধেন দিলীপ। তাঁর স্ত্রী রিঙ্কু হলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী। তাঁর সঙ্গে শুক্রবার গোধূলি লগ্নে বিয়ে সারেন নেতা। বিয়েতে তেমন কোনও আড়ম্বরের ছোঁয়া ছিল না। বর এবং কনেপক্ষ মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা ৪০ জন। দিলীপ ঘোষের রাজারহাটের বাড়িতেই চার হাত এক হয়।
মায়ের নির্দেশই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তাঁর মা পুষ্পলতা দেবী বলেছিলেন, 'আমি না থাকলে তোকে দেখবে কে?' মায়ের কথাতেই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন দিলীপ। লাল বেনারসি, গলায় ভারী হার পরে কনের সাজের এদিনের সন্ধ্যায় ধরা দেন রিঙ্কু। অন্যদিকে, দিলীপের পরনে ছিল স্লেফ সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি, গলায় হলুদ উত্তরীয়। শুভদৃষ্টি, মালাবদল সমস্ত রীতিনীতি মেনে সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সারেন নেতা।
আরও পড়ুন: দিপীলের বউ দেখে বিয়ের ইচ্ছে প্রকাশ করলেন রুদ্রনীল, কেমন মেয়ে চান নিজের জন্য?
দিলীপ ঘোষের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ফেসবুকে শুরু হয়েছে 'সিঙ্গলদের মর্নিংওয়াক' নিয়ে একটি ইভেন্টের প্রচার। বহু মানুষই মজা করে সেই ইভেন্টে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বিগত এতবছর ধরে নিউটাউনের ইকোপার্কে দিলীপ ঘোষের মর্নিংওয়াকের 'অনুপ্রেরণাতেই' সেই ইভেন্টের ভাবনা। তবে সেই সব আলোচনার মাঝেই বিয়ের পড়ের দিন সকাল সকাল মর্নিংওয়াক করতে পৌঁছে যান দিলীপ। তবে কেবল বিয়ের পরের দিন বলে নয়, আজকের দিনটা আরও একটা কারণে তাঁর কাছে 'স্পেশাল'। কারণ আজ শণিবার, দিলীপ ঘোষের জন্মদিন। এই আবহে আজ ক্যালোরি ঝরানোর পাশাপাশি কেকও খেলেন তিনি।
আগে থেকেই ঠিক ছিল বিয়ে উপলক্ষ্যে আজ প্রায় ১৫০ জনকে ইকোপার্কে ইডলি খাওয়াবেন দিলীপ ঘোষ। সেই মতো ইডলি এবং চাটনির ডাব্বাও হাজির হয়েছিল ইকোপার্কে। অন্তত তিনটি কেক কেটে সেখানে আগত ব্যক্তিদের শুভেচ্ছা গ্রহণ করেন দিলীপ ঘোষ।