২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডের ড্রিম কাপল জেনেলিয়া ডিসুজা এবং রিতেশ দেশমুখ। ব্যক্তিগত জীবনে এই দুই তারকা একে অপরকে এতটাই সম্মান করেন, এতটাই ভালোবাসেন যে তা বারবার সকলের নজর কাড়ে। এবার আবার নজর কাড়ল জেনেলিয়ার জন্মদিনে রীতেশের আদুরে বার্তা।
জন্মদিনে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে রীতেশ লেখেন, ‘শুভ জন্মদিন, আমার বাইকো, আমার ভালোবাসা। আজ শুধু তোমার জন্মদিন নয়, আজ এমন একটা দিন যা বারবার মনে করিয়ে দেয় আমি কতটা ভাগ্যবান যে তোমার সঙ্গে জীবন কাটাতে পেরেছি। তুমি একজন অবিশ্বাস্য নারী, আমি যখন একেবারে ভেঙে পরি তখনও তুমি আমায় হাসাও।’
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
রীতেশ লেখেন, ‘তুমি আমার দেখা সেরা মা, তোমার প্রতি ভালোবাসা এবং সম্মান। তুমি একদিকে যেমন ভালো মেয়ে তেমন অন্যদিকে একজন ভালো বন্ধু। যেটা মানুষ বোঝে তার থেকেও অনেক বেশি কিছু তুমি বহন কর। তুমি তোমার চারিপাশের মানুষদের জন্য অনেক কিছু দাও। আমাদের পরিবারের সুখী মুহূর্তের পেছনে সব থেকে অবদান তোমার।’
স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে রীতেশ বলেন, ‘তুমি আমাকে কখনও ব্যর্থ হতে দাওনি। তোমার হাসি, তোমার মজা, কোন কিছুই আমি বদলাতে চাই না কারণ এই সব কিছুর মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। তুমি আমার সব থেকে বড় চিয়ারলিডার, সব থেকে বড় রক্ষক। এমন একজন ব্যক্তি যাকে আমি সব সময় নির্ভর করতে পারি।’
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
রীতেশ আরও লেখেন, ‘তুমি আমার নোঙর, আমার সন্তানরা যার ওপর সবথেকে বেশি ভরসা করে। তুমি আমাকে আরো বেশি ভালো মানুষ হতে অনুপ্রাণিত করেছো, তোমায় সঙ্গী হিসেবে পাওয়া আমার কাছে আশীর্বাদ। ঈশ্বর আমার প্রতি এর থেকে বেশি দয়ালু হতে পারতেন না। তোমাকে অনেক বেশি ভালোবাসি বাইকো, যা শব্দে প্রকাশ করা যায় না। সারা জীবন তোমাকে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে কাটিয়ে দিতে চাই।’
প্রসঙ্গত, রীতেশ সর্বশেষ অভিনয় করেছেন ‘হাউসফুল ৫’ ছবিতে, যা সম্প্রতি amazon prime video ওটিটি প্লাটফর্মে দেখতে পাবেন আপনি। অন্যদিকে জেনেলিয়া অভিনয় করেছেন আমির খানের বিপরীতে ‘সিতারে জামিন পর’ ছবিতে।