কিছু মাস আগে একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল, ঋদ্ধিমা কাপুর সাহানি এবং তাঁর মেয়ে সাহানা দাঁড়িয়ে ছবি শিকারীদের সামনে পোজ দিয়েছিলেন। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা নিতু কাপুরকে আচমকাই সরিয়ে দেন নাতনি। সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল যার ফলে তৈরি হয়েছিল বিতর্ক। এবার সেই ঘটনার পেছনে থাকা আসল কারণ ব্যাখ্যা করলেন ঋদ্ধিমা।
সম্প্রতি ঋদ্ধিমা কাপুর সাহানি ফারাহ খানের সঙ্গে কথোপকথন চলাকালীন ওই ঘটনার কথা উঠলে ঋদ্ধিমা জানান, সেদিন আদতে কি ঘটেছিল। ফারাহ খানের দিল্লির বাড়িতে ঋদ্ধিমার সঙ্গে গিয়েছিলেন মেয়ে সাহানাও। সেখানে আদর জৈনের বিয়ের দিনের ভাইরাল হওয়া ক্লিপিং সম্পর্কে জিজ্ঞাসা করায় ঋদ্ধিমা যা বলেন তা শুনলে অবাক হয়ে যাবেন আপনি।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
ভিডিয়ো প্রসঙ্গে ঋদ্ধিমা বলেন, ‘ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় সামারা এমন ভাবেই তাকিয়ে থাকে। সেদিন ও ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। খুব স্বাভাবিকভাবেই তখন ওর ছবি বা ভিডিয়ো ওইভাবেই উঠেছিল। এই ব্যাপারটা নিয়ে এত মাথাব্যথা করার কিছু নেই। এটা শুধুই ক্লান্তির একটা মুখ আর কিছুই নয়।’
ঋদ্ধিমা আরও বলেন, ‘ওর হাসিটা কিন্তু ভীষণ সুন্দর।’ ঋদ্ধিমার মুখে এই কথা শুনে ফারাহ সামারাকে হাসতে বলেন। এরপর নিতু কাপুরের সঙ্গে ভিডিও কলে বেশ কিছুক্ষণ কথোপকথন চলে নাতনির। সবকিছুই ভীষণ স্বাভাবিক, তাই বোঝাই যাচ্ছে সেদিন ক্লান্তির কারণেই দিদাকে ওইভাবে সরিয়ে দিয়েছিলেন সামারা।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারি মাসে ঋদ্ধিমার খুড়তুতো ভাই আদর জৈনের বিয়ের সময় ছবি শিকারীদের সামনে পোজ দিতে গিয়ে ভীষণ বিরক্ত হন সামারা। দিদা জড়িয়ে ধরার চেষ্টা করলে তিনি প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দেন তাঁকে। এরপরই সেই ঘটনা নিয়ে তৈরি হয়ে যায় জোর জল্পনা কল্পনা। কেন সামারা এমন কাজ করল, তাই নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ।