২০২৩ সালটা বিশেষ হতে চলেছে শাহরুখ খানের কাছে। ২০১৮ সালে তাঁকে শেষবার দেখা গিয়েছিল বড় পরদায় জিরো-তে, সঙ্গে ছিলেন অনুষ্কা আর ক্যাটরিনা। পাঁচ বছরের লম্বা বিরতির পর পরদায় ফিরছেন কিং খান। আর এই বিরতি ভাঙবে ‘পাঠান’, তাই এই সিনেমা একটু হলেও বিশেষ!
আর মাত্র দু মাসের অপেক্ষা পাঠান আসার! প্রচারে কোনও খামতি রাখতে চান না কিং খান। এবার খবর, ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে পাঠান-এ নিজের ছবির প্রচার করবেন তিনি। এসআরকে-র ফ্যানপেজ ‘Shah Rukh Khan Universe Fan Club’-এর তরফ থেকে এই খবর শেয়ার করা হয়েছে, যা ফলো করেন শাহরুখ নিজেও।
সেখআনে শাহরুখের ছবি দিয়ে একটা পোস্টার মতো বানানো, ব্যাকগ্রাউন্ড লাল। লেখা ‘ম্যাচ সেন্টার লাইভ উইথ পাঠান। ১৮ ডিসেম্বর বিকেল ৭টা থেকে। ফিফা ওয়ার্ল্ডকাপ ফাইনাল।’ প্রসঙ্গত, এইদিনই মেসির আর্জেন্তিনা মুখোমুখি হবে ফ্রান্স বা মরক্কোর।
সঙ্গে একটা ভি়ডিয়ো ক্লিপিংস। যেখানে লুসেইল স্টেডিয়ামে দাঁড়িয়ে মেসির ব্যাপারে কথা বলছেন শাহরুখ। আর এই ভিডিয়োর ক্যাপশনেও রয়েছে শাহরুখের ফিফা ওয়ার্ল্ডকাপ ফাইনালে পাঠান-এর প্রোমোশনে যাওয়ার কথা।
প্রসঙ্গত, ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে পাঠানের সদ্য মুক্তিপ্রাপ্ত বেশরম রং গানটি। কারণ গানে একটি দৃশ্যে দীপিকাকে দেখা গিয়েছে গেরুয়া পোশাকে। আর সবুজ পোশাক পরা শাহরুখ সেখানে ‘অশ্লীলভাবে’ ছুঁয়েছে বলে দাবি আমজনতার একটা অংশের। আর এটা হিন্দু ধর্মের অবমাননা। ফলত ছবি বয়কটের ডাক দিয়ে ফেলেছে তারা।
পাঠান ছাড়াও ২০২৩ সালে শাহরুখ খানের তাঁর হাতে আছে আটলি-র জওয়ান। যা মুক্তি পাওয়ার কথা ২ জুন। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবি। বছরের শেষে আসার কথা আছে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’র।