রণবীর সিং ও পরিচালক সঞ্জয় লীলা বানসালি জুটি তিন-তিনটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শকদের। রামলীলা, বাজিরাও মাস্তানি, পদ্মাবত-এর মতো ছবি রয়েছে এই জুটির ঝুলিতে। তবে এখন বলিপাড়া থেকে খবর মিলছে যে, রণবীর ও সঞ্জয়ের সম্পর্কে নাকি ফটল ধরেছে। আর এর পিছনেও নাকি রয়েছে আরেক রণবীরেরই হাত। তিনি আর কেউ নন, রণবীর কাপুর।
আপাতত মুক্তির অপেক্ষায় লাভ অ্যান্ড ওয়ার। যাতে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল কাজ করেছেন। খবর, সিনেমাটি নায়ক চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল রণবীর সিং-এর। কিন্তু পরিচালক তাঁকে ভিকি কৌশলের চরিত্রের প্রস্তাব দেন। এক প্রবীণ সাংবাদিককে সুভাষ ঝা জানিয়েছেন যে, পরিচালকের সামনেই লাভ অ্যান্ড ওয়ার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন রণবীর (সিং)। কিন্তু তাঁকে অন্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে এই চরিত্রে অভিনয় করেন ভিকি কৌশল। তারপর তাঁদের তিন জনকে নিয়েই সিনেমা তৈরি হয়।
সম্প্রতি নিজের ৪০তম জন্মদিন পালন করলেও পরিচালক সঞ্জয় লীলা বানশালিকে আমন্ত্রণ জানাননি রণবীর। এদিকে পরিচালকের সঙ্গে রণবীর তাঁর কেরিয়ারের সেরা সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু এবার এই সম্পর্কের ফাটলের খবর অবাক করেছে ভক্তদের।
সম্প্রতি রণবীর সিংয়ের ৪০তম জন্মদিনে মুক্তি পেয়েছে অভিনেতার ছবি 'ধুরন্ধর'-এর টিজার। এই টিজারে রণবীর এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে দর্শনীয় ভূমিকায় রয়েছেন। চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।