মধুমিতা সরকার, রণিতা দাস, দীপান্বিতা রক্ষিতরা এক সময় ছোট পর্দায় দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। রণিতা দাসের অভিনীত চরিত্র 'বাহামণি' আজও মানুষের মনের মণিকোঠায় রয়েছে। অন্যদিকে, মধুমিতার অভিনীত চরিত্রে 'পাখি' এখনও থাকে চর্চায়। পাশাপাশি দীপান্বিতার 'খুকুমণি'-এর ডায়লগ এখনও মানুষের মুখে মুখে ঘোরে। আর এবার খবর এই তিন নায়িকা ফিরছেন ছোট পর্দায়।
আরও পড়ুন: ছেলে জন্মের ১০ দিনের মধ্যে ১০ কেজি ওজন কমিয়েছিলেন গওহর! কীভাবে জানেন? রহস্য ফাঁস করলেন নায়িকা
আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই তিন নায়িকা আবার ফিরছেন ছোটো পর্দায়। তাঁদের একই মেগায় দেখা যাবে। আর তাঁদের মেগায় ফিরিয়ে আনছেন লীনা গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে ইতিমধ্যেই তিনজন নাকি এই নতুন ধারাবাহিকের জন্য ‘লুক টেস্ট’ দিয়েছেন। স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ধারাবাহিকের জন্য এই লুক টেস্ট হয়। জানা গিয়েছে এঁরা তিনজনই সেই ধারাবাহিকে থাকবেন। কিন্তু এঁদের বিপরীতে নায়ক হিসেবে কে থাকবেন তা এখনও জানা যায়নি।
তবে শোনা গিয়েছে, শন বন্দ্যোপাধ্যায় এবং গৌরব চট্টোপাধ্যায়কে নাকি দেখা যেতে পারে। সম্প্রতি শনের মেগা 'রোশনাই' শেষ হয়েছে। 'রোশনাই' লীনা গঙ্গোপাধ্যায়েরই ধারাবাহিক ছিল। অন্যদিকে, গৌরব চট্টোপাধ্যায়কে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত 'তেঁতুলপাতা' ধারাবাহিক শেষে হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: এবার রাজনীতিবিদ সলমন খান! 'বিগ বস ১৯'-এর টিজারের সঙ্গে বড় ঘোষণা ‘ভাইজান’-এর
প্রসঙ্গত, মধুমিতা 'সবিনয়ে নিবেদন' মেগার হাত ধরে বিনোদন জগতে পা রাখেন। তারপর, স্টার জলসায় ‘বোঝে না সে বোঝে না’ মেগায় 'পাখি' চরিত্রে তাঁকে দেখা যায়। এই মেগা সেই সময় দারুন ভাবে হিট করে। পাশাপাশি এখনও এই মেগা দারুণ ভাবে চর্চিত। এরপর লীনা গঙ্গোপাধ্যায়ের মেগা ‘কুসুম দোলা’য় তাঁকে ঋষি কৌশিকের বিপরীতে দেখা যায়। তারপর নায়িকাকে নানা সিরিজ ও ছবিতে দেখা গিয়েছে। নায়িকাকে শেষ 'ফেলুবক্সী' ছবিতে দেখা গিয়েছিল।
অন্যদিকে, রণিতা 'ধন্যি মেয়ে' ধারাবাহিকের হাত ধরে বিনোদন জগতে পা রাখেন। তারপর তাঁর 'ইষ্টি কুটুম' ধারাবাহিক দারুণ ভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। এখনও অনেকে অভিনেত্রীকে ‘বাহামণি’ নামেই ডাকেন। তারপরও মাঝে বেশ কিছু বছর তাঁকে পর্দায় আর দেখা যায়নি। তারপর তিনি নানা ছবির করেন। কিছুদিনের মধ্যেই তাঁর নতুন ছবি 'দেবী' আসছে।